Best Selling Phone 2022: ২০২২ সাল অর্থাৎ গতবছর নিঃসন্দেহে অ্যাপেল (Apple iPhone) সংস্থার ব্যবসার জন্য একটি দুর্দান্ত বছর হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ সমীক্ষা বলছে, গতবছর বেস্ট সেলিং টপ ১০ ফোনের তালিকায় ৮টি মডেল আইফোনের। এর মধ্যে বেস্ট সেলিং ফোনের শীর্ষে রয়েছে আইফোন ১৩ (iPhone 13)। তারপরেই রয়েছে আইফোন ১৩ প্রো ম্যাক্স (iPhone 13 Pro Max) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)। এই তালিকায় আরও রয়েছে আইফোন ১৩ প্রো, আইফোন ১২, আইফোন ১৪, আইফোন ১৪ প্রো এবং আইফোন এসই (২০২২)। এছাড়াও গুতবছরের বেস্ট সেলিং টপ ১০ ফোনের তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এন্ট্রি লেভেল ফোন। Counterpoint Research সংস্থার মার্কেট রিসার্চ সমীক্ষায় এই তথ্য প্রকাশ্যে এসেছে। মূলত Global Monthly Handset Model Sales Tracker- এ এই পরিসংখ্যান ধরা পড়েছে। গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চের পরই আইফোন ১৩-র দাম কমেছিল। 


কোন স্থানে কোন ফোন


প্রথম স্থানে রয়েছে আইফোন ১৩। দ্বিতীয় স্থানে রয়েছে আইফোন ১৩ প্রো ম্যাক্স। তৃতীয় স্থানে রয়েছে আইফোন ১৪ প্রো ম্যাক্স। চতুর্থ স্থানে রয়েছে আইফোন ১৪ প্রো। পঞ্চম স্থানে রয়েছে আইফোন ১৩ প্রো। ষষ্ঠ স্থানে রয়েছে আইফোন ১২। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো। নবম স্থানে রয়েছে আইফোনের বাজেট মডেল আইফোন এসই (২০২২)। আর দশম স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোন।


iPhone 14 Series: নতুন রঙে আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) লঞ্চ হতে চলেছে একথা আগেই শোনা গিয়েছিল। অবশেষে নতুন রঙের ভ্যারিয়েন্টে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস লঞ্চ হয়েছে। হলুদ রঙে এখন পাওয়া যাচ্ছে এই দুই আইফোন মডেল। এছাড়াও থাকছে আগের পাঁচটি রঙের ভ্যারীয়েন্ট। আইফোন ১৪ সিরিজের অন্য দুই মডেল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- নতুন রঙের ভ্যারিয়েন্টে লঞ্চ হয়নি। গতবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ। 


ওপ্পো ফোল্ডেবল ফোন 


ওপ্পো সংস্থা তার ফোল্ডেবল স্মার্টফোন ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। জানা গিয়েছে, এবার ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন। গত মাসেই গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। এবার মার্চ মাস অর্থাৎ চলতি মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ। তবে এখনও ওপ্পো সংস্থা নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। এর পাশাপাশি জানানো হয়েছে আগামী ১৩ মার্চ ভারতে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের দাম প্রকাশ্যে আনবে সংস্থা। 


আরও পড়ুন- পোকো এক্স৫ ৫জি লঞ্চ হতে চলেছে ভারতে, এই ফোনে কী কী ফিচার থাকতে পারে?