মুম্বই: বেশ কিছুদিন তাঁদের প্রকাশ্যে কোথাও একসঙ্গে দেখা যাচ্ছিল না। না তাঁরা একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও শেয়ার করছিলেন। তাই ব্যক্তিগত সম্পর্কে যে চিড় ধরেছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রহমান শলের (Rohman Shawl) সঙ্গে সম্পর্ক ছেদের খবর নিজেই জানিয়েছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। জানিয়েছেন, সম্পর্ক তাঁদের অনেকদিনই ভেঙে গিয়েছে। কিন্তু বন্ধুত্বটা অটুট রয়েছে। বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল, সেই বন্ধুত্বটা রয়েছে এখনও। সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি সুস্মিতা সেন। বরাবরই খোলাখুলি সম্পর্কের কথা স্বীকার করতে দেখা গিয়েছে বাঙালি সুন্দরীকে। রহমান শলের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা অজানা নয় কারও। তেমনই যখন সম্পর্ক নেই, সেকথাও প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকার সম্পর্ক প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করলেন সুস্মিতা।
আরও পড়ুন - Boman Irani's Son Covid Positive: করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা বোমান ইরানির ছেলে
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, 'আমি যেকোনও কিছুতেই ১০০ শতাংশ দেওয়া মানুষ। আমি যখন কাউকে ভালোবাসি একশো শতাংশ ভালোবাসি। তাই যখন সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তখন তাঁকে ছেড়ে দেওয়াও একশো শতাংশ দরকার। কারণ, কোনও ব্যক্তিকেই আমাদের কোনও দোটানার মধ্যে রাখা উচিৎ নয়। এই সত্যটাই সবথেকে বেশি জরুরি। আর এর ফলেই মানুষ চিরকাল বন্ধু হয়ে থেকে যেতে পারে। সেই সম্পর্কটাকেও গুরুত্ব দেওয়া দরকার।'
ওয়েব সিরিজ 'আরিয়া' দিয়ে কামব্যাক করেছেন সুস্মিতা সেন। আর এই ওয়েব সিরিজে দক্ষতার সঙ্গে অভিনয় করে চলতি বছর তিনি মনোনীত হয়েছেন ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের জন্য। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আরিয়া টু'তে। ইতিমধ্যেই তার জন্যও প্রশংসিত হন সুল্মিতা। তিনি আরও বলেন, 'যখন কোনও সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, তখন দুপক্ষের দিক থেকেই তা সঠিকভাবে শেষ হয়ে যাওয়া খুবই জরুরি। যাতে দুজন মানুষই নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে পারে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি জীবনের দিকে ফিরে তাকাই, সেখানে এমন বহু কিছু দেখতে পাবো যার কারণে আমি আমার জীবন নষ্ট করেছি। তাই সম্পর্ক সঠিকভাবে শেষ হওয়া জরুরি। তাতে বন্ধুত্বের সম্পর্ক কিংবা একটা সম্পর্কের প্রতি শ্রদ্ধা সম্মানটা বজায় থাকে।'