১৯৯৪-এ সুন্দরী প্রতিযোগিতায় জয়ের পর থেকে অসংখ্য অনুরাগীর হৃদয় জিতেছেন সুস্মিতা সেন। দুই দত্তক সন্তান রেনে ও আলিসাহ-র জননী সুস্মিতা বলিউডে অত্যন্ত পরিচিত অভিনেত্রী।
সুস্মিতার রয়েছে অগনিত অনুগামী। বিভিন্ন ইস্যুতে খোলামেলা বক্তব্য রাখেন তিনি। সম্প্রতি মেক ইওর সিটি সেফ শীর্ষক একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সুস্মিতা। এই অভিযানের প্রচারের সময় তাঁকে দেশে মহিলাদের সুরক্ষার অভাব জনিত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাব দিতে গিয়ে সুস্মিতা একটি চাঞ্চল্যকর যৌন নিগ্রহের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
তিনি যা বলেছেন, তা শুনলে চমকে যেতে হয়। একটি ১৫ বছরের কিশোর তাঁর সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করেছিল। ঘটনাটি মাত্র ছয় মাস আগের বলে জানিয়েছেন সুস্মিতা।
তিনি বলেছেন, 'একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সেখানে সংবাদমাধ্যমও হাজির ছিল। সেখানেই ১৫ বছরের একটা ছেলে...মাত্র ১৫ বছর! সে ভেবেছিল, এত লোকের ভিড়ে তাকে কেউ চেনা সম্ভব হবে না। সেজন্যই আমি বলছি, আত্মরক্ষা সম্পর্কে কিছু জেনে রাখা উচিত। এটা একজনকে সতর্ক থাকতে সাহায্য করে'।
সুস্মিতা জানিয়েছেন, ভিড়ের মধ্যে অপকর্ম করার চেষ্টা করছিল ছেলেটি। তিনি বলেছেন, 'আমি হকচকিয়ে যাই এবং ওকে টেনে নিয়ে আসি..দেখলাম একটা ছোট্ট ছেলে। মাত্র বছর ১৫ বয়স। সাধারণত এ ধরনের ঘটনার ক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা নিতাম। কিন্তু ওর বয়স কম বলে সে রকম কিছু করিনি। আমি ওকে কিছু বুঝতে না দিয়ে ওর গলা জড়িয়ে ভিড়ের বাইরে বেরিয়ে এলাম। আসার পথেই ওকে বললাম, আমি যদি চিত্কার-চেঁচামেচি করতাম, তাহলে তোমার জীবনটাই খতম হয়ে যেত, বাচ্চা। এরপরও ও স্বীকার করতে চায়নি। বলে, আমি কিছু করিনি। আমি বললাম, না, বেটা, তুমি করেছে। স্বীকার কর। এরপর ছেলেটি বলে আমি দুঃখিত। এ ধরনের কাজ আর কখনও করবে না বলেও সে জানায়। আমি বলি, যদি কর, তাহলে কিন্তু তোমার মুখটা আমি চিনে রেখেছি, এখন এখান থেকে বেরিয়ে যাও'।


সুস্মিতা বলেছেন, ফারাকটা এখানেই। আমি যে ছেলেটাকে চিনে ফেলেছিলাম, তাকে শেখানো হয়নি যে, এ ধরনের আচরণ বিনোদন নয়।

সুস্মিতা বলেছেন, গণধর্ষণের মতো ঘটনায় প্রাপ্তবয়স্কদের ফাঁসির সাজা হওয়া উচিত। এজন্য কোনও ক্ষমা থাকা উচিত নয়।
সুস্মিতা বলেছেন, অনেক সময়ই মানুষ ভাবেন, 'দেশে মহিলাদের ওপর কী হচ্ছে তা আপনারা বুঝবেন কী করে? আপনাদের নিরাপত্তারক্ষী ঘিরে রয়েছে। আপনাদের সুরক্ষার সমস্ত সুবিধা রয়েছে। কিন্তু দশজন দেহরক্ষী নিয়েও আমাদের কয়েকশ পুরুষের মুখোমুখি হতে হয়। অনেক সময় দুর্ব্যহারের মুখোমুখি হতে হয়'।