ইন্দৌর: নৈশভোজের অনুষ্ঠানে দলের চিয়ারলিডারদের ডাকার জন্য দিল্লি ডেয়ারডেভিলস দলকে সতর্ক করল বিসিসিআই-এর অ্যান্টি কোরাপশন ইউনিট (এসিইউ)।
চলতি আইপিএলের কোয়ালিফায়ার রাউন্ডে উঠতে না পারলেও, চেন্নাই ও মুম্বইয়ের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচ জিতে কিছুটা সম্মান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে দিল্লি ডেয়ারডেভিলস।
গত শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগের সন্ধ্যায় গুরুগ্রামে একটি নৈশভোজের আসরের আয়োজন করা হয়েছিল ফ্রাঞ্চাইজির তরফে। খবরে প্রকাশ, সেখানে দলের ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিল চিয়ারলিডাররাও।
এই খবরে দিল্লি ফ্রাঞ্চাইজির ওপর ক্ষুব্ধ বোর্ডের দুর্নীতিদমন শাখা। বোর্ড সূত্রের খবর, দিল্লি ফ্রাঞ্চাইজিকে সতর্ক করা হয়েছে। এসিইউ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়াক্ষেত্রের বাইরে অযাচিত ব্যক্তিদের মেলামেশা যাতে না হয়, এর জন্য সবপক্ষকে সজাগ থাকতে হবে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত দিল্লি ডেয়ারজেভিলসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত মৌখিকভাবেই সতর্ক করা হয়েছে। দিল্লি কর্তৃপক্ষের সাফাই, ওই চিয়ারলিডারদের আমন্ত্রণ করা হয়েছিল। ক্রিকেটারদের সঙ্গে তাঁরা পার্টি করেননি। এসেছেন, খেয়েছেন এবং চলে গিয়েছেন।
তবে, বোর্ডের তরফে দিল্লি ডেয়ারডেভিলসকে জানিয়ে দেওয়া হয়েছে, এমন ঘটনা ভবিষ্যতে ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।