কলকাতা: বাবাকে নিয়ে গর্বিত সুস্মিতা সেন (Sushmita Sen) । সম্প্রতি কলকাতা সুইমিং অ্যাসোসিয়েশন বিশেষভাবে সম্মান জানাল তাঁর বাবাকে। আর তাতেই উচ্ছ্বসিত অভিনেত্রী। নিজের ইন্সটাগ্রাম পোস্টে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "আপনার জন্য গর্বিত বাবা। এই সম্মান প্রাপ্তির জন্য় অভিনন্দন। আমি তোমাকে ভালোবাসি!" এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুরু হয় অনুরাগীদের শুভেচ্ছা বার্তা।



প্রসঙ্গত, গত মাসেই হৃদরোগে (heart attack) আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। অস্ত্রোপচারও হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) কথাও জানান তিনি। তবে সম্প্রতি সুস্মিতার 'আরিয়া ৩'-এর (Aarya 3) এক সহ-অভিনেতা জানান যে জয়পুরে  (Jaipur) পৌঁছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই শহরে ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করছিলেন তিনি। 


আরও পড়ুন...


ফিরছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'


নিজের স্বাস্থ্যের সম্পর্কে সমস্ত জরুরি আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে লাইভ সেশন করেন তিনি। সেখানেই সুখবর দিনে সুস্মিতা। জানান তিনি ফিরেছেন জয়পুরে। 'আরিয়া ৩'-এর শ্যুটিং শেষ করতে। 


লাইভে অভিনেত্রী বলেন, 'গেস করুন আমি কোথায় পৌঁছেছি? ফিরে আসতে পেরে দুর্দান্ত লাগছে। আরিয়া সারিন ফিরে এসেছে। আরিয়া ৩ আপনাদের সকলের সামনে নিয়ে আসার তর সইছে না, যত তাড়াতাড়ি হয় ততই ভাল।' জয়পুরে ল্যান্ড করেই লাইভ করেন তিনি হোটেলে যাওয়ার পথে। তিনি এও বলেন, জয়পুর তাঁর কাছে বাড়ির মতো, এবং ফিরে এসে খুব আনন্দিত তিনি। অনুরাগীদের সঙ্গে মন খুলে আড্ডা দেন তিনি। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'শুভ নববর্ষ। অন্তহীন সম্ভাবনার সঙ্গে নতুন শুরুর উদ্দেশ্যে।'


অভিনেতা বিকাশ কুমার, যিনি আরিয়ায় এসিপি খানের চরিত্রে অভিনয় করেন, বলেন সুস্মিতা সেন জয়পুরে পৌঁছেই হৃদরোগে আক্রান্ত হন। যদিও তিনি এক-দু দিন শ্যুটিং করেছিলেন কিন্তু তারপর শ্যুটিং স্থগিত করে দেওয়া হয়। অভিনেতা জানান, 'সিজন ৩-এর সিংহ ভাগ শ্যুট হয়ে গিয়েছে। রাজস্থানকে কেন্দ্র করেই অনুষ্ঠানটি। কিছু বাইরের দৃশ্য আছে যা জয়পুরে শ্যুটিং করতে হবে। আমরা পৌঁছই ওখানে, কিন্তু দুর্ভাগ্যবশত, সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে আমরা জানতে পারিনি। কিন্তু দিন দুই পর সকলেই জানতে পারি যখন তিনি গোটা দুনিয়াকেই জানান।'