নয়া দিল্লি : গরমে হাঁসফাঁস পশ্চিমবঙ্গ। ফুটছে শহর কলকাতা ও জেলা। গরমে নাজেহাল রাজ্যবাসী। সপ্তাহশেষে পশ্চিমবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির ইঙ্গিত মিললেও ভারতের অধিকাংশ রাজ্যে তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত । ভারতের আবহাওয়া বিভাগ ( India Meteorological Department ) সোমবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
'তাপপ্রবাহ তীব্র হতে পারে'
আইএমডি-র আধিকারিক নরেশ কুমার জানান, "শুধু দিল্লিতে নয়, দেশের উত্তর-পশ্চিম অঞ্চল জুড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য দুই দিন তাপপ্রবাহ তীব্র হতে পারে"। উত্তর-পশ্চিম ভারতের সমতল অঞ্চল এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশ ও পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। IMD জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।
“পূর্ব ভারতে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় গত চার দিন ধরে তাপপ্রবাহ দেখা যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছি,” জানালেন আবহাওয়া দফতরের আধিকারিক নরেশ কুমার।
কোথায় কত তাপমাত্রা হতে পারে
রাজধানীতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি থাকবে। পাঞ্জাব এবং হরিয়ানার কয়েকটি এলাকায় আগামী দুই দিন তাপপ্রবাহ চলবে। India Meteorological Department র বিজ্ঞানী আনন্দ শঙ্কর জানান, বিহারের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। "তাপমাত্রা ১৯ - ২০ এপ্রিলে ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। "
আইএমডির সোমবারের আবহাওয়া বুলেটিন অনুসারে, মুম্বই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অংশে তাপপ্রবাহের পরিস্থিতিতে তৈরি হয়েছে । রবিবার থানে মানমন্দিরে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
নরেশ কুমার বলেছেন, "পশ্চিমী ঝঞ্ঝা, যা বর্তমানে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করছে, শীঘ্রই সমভূমিতে প্রভাব ফেলবে।" এর ফলে সম্ভবত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে এবং তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি দেবে।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি
এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির মতো আশার আলো দেখাতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আপাতত চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে।