কলকাতা: আবারও এক ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন টলিউডের দুই তারকা অভিনেতা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে ফের কাজ করবেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ছবির পরিচালনায় রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। হয়ে গেল শুভ মহরৎ।
নতুন ছবিতে একসঙ্গে প্রসেনজিৎ-অনির্বাণ
গত বছর পুজোয় মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার' ছবিটি। একসঙ্গে পর্দা ভাগ করে নেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবির প্রযোজনা করেছিল 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'। এবার ফের তাদেরই প্রযোজনায় একপর্দায় আসছেন প্রসেনজিৎ ও অনির্বাণ, তবে নতুন ধরনের চরিত্রে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। এখনও যদিও ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে শুভ মহরৎ সারা হয়েছে আজই।
ছবিতে অনির্বাণ ও প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়ঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভ মহরতের একগুচ্ছ ছবি পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'আবার একসঙ্গে আমি, অনির্বাণ ভট্টাচার্য ও এসভিএফ... সঙ্গে প্রিয়ঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরী... পরিচালনায় রাহুল মুখোপাধ্যায়। দেখা হচ্ছে একেবারে বড়পর্দায়।' প্রোডাকশন নং ১৭১ লেখা ক্ল্যাপস্টিকে পুজো করে শুরু হল নতুন ছবির সফর।
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শেষ দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অযোগ্য' ছবিতে। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এটি তাঁর পঞ্চাশতম ছবি, যেখানে অভিনয় করেছিলেন শিলাজিৎ মজুমদারও। অন্যদিকে অনির্বাণকে শেষ দেখা গিয়েছে 'অথৈ' ছবিতে। অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকারের সঙ্গে এই ছবি বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এর আগে মঞ্চে অভিনীত হয়েছে এই নাটক, অজস্রবার।
আরও পড়ুন: 'Pherari Mon': সময়ের সঙ্গে লড়াই করে রেলের গতিকে টেক্কা দিতে পারবে তুলসি? বাঁচবে অগ্নির প্রাণ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।