নয়াদিল্লি : গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে নতুন যুগের সূচনা হতে চলেছে টিম ইন্ডিয়ায়। রোহিত শর্মা, বিরাট কোহলি ও জশপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটারদের দলে কবে পাওয়া যাবে তা নিয়ে নানা চর্চা চলছে। এই পরিস্থিতিতে যে খবর সামনে আসছে তা হল, আগামী বছর ফেব্রুয়ারিতে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার ক্য়ালেন্ডারে বেশি একদিনের ম্যাচ না থাকায়, গম্ভীর চাইছেন উপরের তিন ক্রিকেটারই আসন্ন একদিনের সিরিজে খেলুক। এই পরিস্থিতিতে খবর, ছুটি কাটছাঁট করে আগামী মাসে একদিনের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিতে পারেন রোহিত।


Cricbuzz-র খবর অনুসারে, গম্ভীর, নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও বিসিসিআই সচিব জয় শাহ একটি বৈঠক করেছেন। সেখানে দল এবং কী ধরনের খেলোয়াড় তিনি ইউনিটে চাইছেন তা পরিষ্কার জানিয়ে দেন ভারতের প্রধান কোচ। 


পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২টি একদিনের অ্যাসাইনমেন্ট রয়েছে ভারতীয় দলের। এদিকে সপরিবারে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছেন অধিনায়ক রোহিত। কিন্তু, পরিস্থিতি বিবেচনা করে তিনি একদিনের সিরিজে যোগ দিতে শ্রীলঙ্কায় উড়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও এনিয়ে এখনও কিছু জানানি হিটম্যান। আর রোহিত যদি দলের সঙ্গে যোগ দেন, তাহলে তিনিই যে অধিনায়কত্ব করবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে, কোনও কারণে যদি তিনি সিরিজে যোগ না দেন তাহলে অধিনায়কত্বে আনা হতে পারে কে এল রাহুলকে। 


কিন্তু, কী করবেন কোহলি ও বুমরা ? এখনও পর্যন্ত যা রিপোর্ট সেই অনুয়ায়ী, এই দুই জনই  শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হয়তো যোগ দেবেন না। তবে, এমন আশাও করা হচ্ছে যে, হয়তো বিষয়টি পুনরায় খতিয়ে দেখবেন তাঁরা।


এই রিপোর্টও সামনে আসছে যে, শ্রীলঙ্কায় একদিনের সিরিজে থাকবেন না হার্দিক পাণ্ড্য। 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে তিনি নাকি ওই সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও তিনি টি২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। এই পরিস্থিতিতে তাঁকে দলের অধিনায়ক নাও করা হতে পারে বলে রিপোর্ট সামনে আসছে। তাঁর পরিবর্তে টি২০-র অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।