কলকাতা: এবার বড়পর্দায় আসতে চলেছে ওয়েব সিরিজের জনপ্রিয় একেন বাবু। প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ঘোষণা করল তাদের পরবর্তী ফিচার ছবির নাম - 'দ্য একেন'। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। 


এসভিএফের ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর প্রবলভাবে সফল ওয়েব সিরিজ 'একেন বাবু'। দর্শকদের বেশ পছন্দের সিরিজ এটি। এবার তাই 'একেন বাবু'-কে পরের পর্যায়ে নিয়ে যেতে চলেছে এসভিএফ। বড় পর্দায় মুক্তি পাবে 'দ্য একেন'। একজন সাধারণ মানুষের বেশের আড়ালে গোয়েন্দা হলেন একেন বাবু। আগামী বছরে শুধুমাত্র সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি। টেলিভিশন, ইন্টারনেটে যাঁর হাত ধরে গড়ে উঠেছেন একেন বাবু, তিনিই নিয়ে আসবেন বড় পর্দায়। তিনি হলেন জয়দীপ মুখোপাধ্যায়। 


বড়পর্দায়ও বাঙালির এখনের অন্যতম পছন্দের গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। বাঙালি দর্শকদের মন ফের জয় করতে তৈরি অনির্বাণ। 


এদিন ছবির পোস্টার শেয়ার করে 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'একেনবাবু এবার বড় পর্দায়!'






ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীতশিল্পী জয় সরকার। আগামী বছরে বড় পর্দায় মুক্তি পাবে 'দ্য একেন'। ছবির বাকি অভিনেতা অভিনেত্রীদের নামও খুব শীঘ্রই ঘোষণা করা হবে প্রযোজনা সংস্থার তরফে। 


আরও পড়ুন: Paka Dekha Movie: পর্দায় 'পাকা দেখা', সোহম-সুস্মিতার জুটিতে শুরু হল ছবির শ্যুটিং