কলকাতা: ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল হলেও লকডাউন থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি পশ্চিমবঙ্গ। করোনা পরিস্থিতিতে এখনও বন্ধ রয়েছে সিনেমা হল ও মঞ্চগুলি। কিন্তু বিনোদন দুনিয়ায় এখনও জারি ব্যস্ততা। জুলাই মাসেই শ্যুটিং ফ্লোরে নামছে একগুচ্ছ নতুন ছবি। কিছু ছবি সম্পূর্ণ তৈরি হয়েও মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই অনুরাগীদের জন্য বিগ বাজেটের একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। চলতি বছরের মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন ছবি।
আজ ৫টি ছবির মুক্তির ঘোষণা করেছে এসভিএফ। এই ছবির তালিকায় রয়েছে, বিরসা দাশগুপ্তর পরিচালিত ছবি 'মুখোশ', ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত 'গোলন্দাজ', মৈনাক ভৌমিকের 'একান্নবর্তী', সৃজিত মুখোপাধ্যায়ের 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ও সৃজিত মুখোপাধ্যায়েরই পরিচালিত 'এক্স = প্রেম'।
১৩ অগাস্ট মুক্তি পাচ্ছে বিরসা দাশগুপ্তর পরিচালিত ছবি 'মুখোশ'। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এর আগে ছবিটির নাম ছিল 'সাইকো'। ছবির শ্যুটিং শেষ হয়েছিল আগেই। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির মুক্তি। ছবিটির নাম বদলে মুক্তি পাচ্ছে চলতি বছরেই। ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। 'গোলন্দাজ' ছবির জন্য এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও ইশা সাহা। ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। বছরের শেষে, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবুর গত ছবিগুলিও মুক্তি পেয়েছিল শীতের ছুটিতেই।
আগামী বছর মুক্তি পাবে সৃজিত পরিচালত আরও একটি ছবি 'এক্স = প্রেম'। এই ছবিতে সৃজিতের বাজি নতুন মুখেরাই। রহস্য রোমাঞ্চ ছেড়ে এবার প্রেমের গল্প বলবেন সৃজিত। তাঁর এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন দুই নতুন অভিনেতা অভিনেত্রী।
এখনও সিনেমাহল খোলার বিষয়ে সরকারের তরফে কোনও নিয়মবিধি লাগু হয়নি। কিন্তু একগুচ্ছ নতুন ছবি নিয়ে তৈরি বিনোদন জগত।