লন্ডন: শুরুটা সেই অস্ট্রেলিয়া সফর থেকে। তারপর দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ। আইপিএলের একাংশ। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে পাড়ি। করোনা পরিস্থিতিতে টানা জৈব সুরক্ষা বলয়ের কঠোর বিধির মধ্যে থাকতে থাকতে ক্রিকেটারেরা ক্লান্ত। সামনে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর তাই মানসিক ক্লান্তি আর একঘেয়েমি কাটাতে ক্রিকেটারদের দিন কুড়ির জন্য বায়ো বাবলের কড়াকড়ি থেকে মুক্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আর সেই ছুটিতে নিজেদের মানসিকভাবে তরতাজা রাখতে ক্রিকেটারেরা কেউ বেরিয়ে পড়েছেন রেস্তোরাঁয়, কেউ লন্ডনের রাস্তায়।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সোমবার গিয়েছিলেন লন্ডনের বিখ্যাত গেইল'স বেকারিতে। সেখানে ক্রসায়েঁ ও কফি সহযোগে ব্রেকফাস্ট সারেন তাঁরা। অনুষ্কা পরে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লেখেন, 'যখন দ্রুত বেরিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলা যায়, নিজেকে শক্তিশালী বিজয়ী মনে হয়।' অনুষ্কার পোস্ট ভাইরাল হয়েছে। মাত্র ২ ঘণ্টায় ১৫ লক্ষেরও বেশি মানুষ লাইক করেন শুধু ইনস্টাগ্রামে। সেই ছবিটি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কোহলিও। সঙ্গে দেন শুধু একটি লাভ ইমোজি। এবং সেই ছবিটিও ভাইরাল হয়েছে। মাত্র ১ ঘণ্টায় প্রায় ১৮ লক্ষ মানুষ ছবিটি লাইক করেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পরেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বিরাট কোহলির উপর দিয়ে। যা এখনও চলছে। বিরাট কোহলির নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোহলির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। তিনি জানিয়েছেন, ফাইনালে হারলেও দলকে নিয়ে এই জায়গায় পৌঁছনোর জন্য বিরাটের সকল কৃতিত্বকে ভুলে গেলে চলবে না।
কপিল বলেছেন, 'প্রত্যেক টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে উঠছে দল। এটা কি সাফল্য নয়? আমরা খুব তাড়াতাড়ি সমালোচনা করি। আপনি সব ট্রফি জিততে পারবেন না। ভারতীয় দল কত ভাল খেলেছে সেটা দেখুন।'