কলকাতা: আধুনিক প্রজন্মের মুখে ভক্তিগীতি! কেবল বাংলা আধুনিক বা হিন্দি গান নয়, আধুনিক প্রজন্মের গায়ক গায়িকারা ভালোবেসেই বেছে নিচ্ছেন ভক্তিগীতি। অভীক মুখোপাধ্যায়, পৌষালি বন্দ্যোপাধ্যায়, প্রস্মিতা পাল, অর্পণ চক্রবর্তী, টিনা ঘোষালের মত সঙ্গীতশিল্পীদের হাত ধরে ভক্তিগীতি পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছে। ছুঁয়ে যাচ্ছে শ্রোতাদের মন। এমনই কিছু জনপ্রিয় শিল্পী এসভিএফ-এর হাত ধরে সম্প্রতি পা রেখেছেন ‘মিলিয়ন ক্লাব’-এ।
এসভিএফের তরফ থেকে জানানো হয়েছে, এই সমস্ত সঙ্গীতশিল্পীদের গান এবার পৌঁছে যাবে আরও বেশি মানুষের কাছে। এসভিএফের এই প্ল্য়াটফর্মের ওপর ভর করে পৌষালি, অভীকদের গান শুনতে পারবেন আরও বেশি মানুষ। এই শিল্পীদের গান আগামী দিনে সাধারণের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মাসে একাধিক মিউজিক অ্যালবাম প্রকাশিত হতে চলেছে।
এসভিএফ সংস্থার সহ-নির্মাতা মহেন্দ্র সোনির বলছেন, এসভিএফ বরাবরই প্রকৃত গুণী শিল্পীদের খুঁজে এনেছে। যাঁরা গান ও কবিতার মাধ্যমে মানুষের মন জয় করতে পারে সহজেই সেই সমস্ত গায়ক গায়িকাদের নিয়েই তৈরি হয়েছে মিলিয়ন ক্লাব। তাঁদের ভিডিও ও গানে মানুষ ভালোবাসা জানিয়েছেন। মিলিয়ন ক্লাবের সমস্ত সদস্যকে আমি শুভেচ্ছা জানাতে চাই। তাঁরা এই সুযোগটা পেয়েছেন কারণ তাঁরা এটার যোগ্য।'
শুধু মিলিয়ন ক্লাব তৈরিই নয়, সামনেই একগুচ্ছ নতুন ভক্তিগীতি আসতে চলেছে এসভিএফের প্রযোজনায়। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের গাওয়া 'সুন্দরী রাধে' গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ১৫ জুন মুক্তি পাওয়া এই গানে শ্রোতারা ভালোবাসা উপচে দিয়েছেন। আজ, ১৭ তারিখ মুক্তি পেয়েছে প্রস্মিতা পালের গাওয়া 'বনমালী'। আগামী ২১ জুন মুক্তি পাবে কায়ার গাওয়া 'সেকি আমার' গানটি। ২৫ জুন মুক্তি পাবে অরিত্রর গাওয়া 'দেখেছি রূপসাগরে'। ২৯ জুন মুক্তি পাবে সোমচন্দার গাওয়া 'মম চিত্তে'।
এসভিএফের ভক্তিগীতির সম্ভারে রয়েছে, 'বাউল, কৃষ্ণ কীর্তন, পাঁচালী, ভজন, মন্ত্র, ধ্যান, অতুলপ্রসাদী গান। এছাড়াও রয়েছে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি ও দ্বিজেন্দ্রলাল রায়ের প্রচুর গান।