এমনতি গতকালের হামলার ঘটনা নিয়ে নিজেই বিচলিত স্বরা। হামলার খবর পাওয়ার পরই তিনি ভিডিও পোস্ট করেন এবং টেক্সট মেসেজের মাধ্যমে মায়ের কাছ থেকে ঘটনার খবর নেন। জেএনইউ-র ঘটনা নিয়ে স্বরা একের পর এক ট্যুইট করেন।
ট্যুইটারে স্বরা তাঁর মায়ের এসএমএস শেয়ার করেন, যে এসএমএসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনার উল্লেখ করা হয়। দেখুন স্বরার শেয়ার করা ভিডিও..
এই ভিডিওতে স্বরাকে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে কথা বলতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে এই ভিডিওতে তাঁকে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা গিয়েছে।
আর এক ট্যুইটে তিনি বলেন, ‘আমার মা এই এসএমএস পাঠিয়েছেন: উত্তর দিকের গেটের বাইরে ভিড় স্লোগান দিচ্ছে, দেশ কে গদ্দারোঁ কো গোলি মারো সালো কো..’
একইসঙ্গে স্বরা কংগ্রেস নেতা রাহুল গাঁধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের কাছেও আর্জি জানিয়ে ট্যুইট করেন।
জেএনইউ-র প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সন্ধে সাড়ে ছয়টা নাগাদ প্রায় ৫০ জন গুণ্ডা ক্যাম্পাসে ঢুকে পড়ে ও পড়ুয়াদের ওপর হামলা চালাতে শুরু করে। ক্যাম্পাসে থাকা গাড়িগুলিও তাদের হামলা থেকে বাদ পড়েনি। হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালায় তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ বেশ কিছু পড়ুয়া ও শিক্ষিক জখম হন। ঐশী জানিয়েছেন, মুখোশ পরে গুণ্ডাবাহিনী তাঁদের ওপর হামলা চালায়।