'ভিরে দি ওয়েডিং' ছবির এই অভিনেত্রী এবার ইন্ডাস্ট্রিতে তাঁর ওপর হওয়া যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খুললেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Nov 2017 12:07 PM (IST)
মুম্বই: সম্প্রতিই হলিউডে হার্ভে ওয়েনস্টেইনের যৌন লালসার শিকার হওয়া বহু অভিনেত্রী মুখ খুলেছেন মিডিয়ার সামনে। কিন্তু বলিউডের বেশিরভাগ অভিনেত্রীই এবিষয়ে নীরব থাকাটাই প্রাসঙ্গিক মনে করেছেন। তবে সোনাম কপূর-করিনা কপূর অভিনীত 'ভিরে দি ওয়েডিং'-এর অভিনেত্রী স্বারা ভাস্কর ইন্ডাস্ট্রিতে তাঁর ওপর হওয়া কাস্টিং কাউচ সম্পর্কে মুখ খুললেন। স্বারার কথায়, সেসময় তিনি সদ্যই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। একটি ছবির কাজ শুরু হয়েছে। সেই ছবিরই পরিচালক তাঁকে নানা ভাবে যৌন হেনস্থা করার চেষ্টা করেন। এমনকি একদিন আউটডোর শ্যুটের সময় রাতে মদ্যপ অবস্থায় স্বারার ঘরে এসে তাঁকে জড়িয়ে পর্যন্ত ধরতে চান ওই পরিচালক। শুধু সে রাতেই শেষ হয়নি স্বারাকে পরিচালকের যৌন হয়রানি করার পর্ব। সারা দিন যখন সেই ছবির শ্যুট চলত, পরিচালক স্বারার ওপর ক্রমাগত নজর রেখে চলতেন। তারপর রাতে তাঁকে যৌন-উস্কানিমূলক মেসেজ করতেন, দাবি স্বারার। চিত্রনাট্য সম্পর্কে আলোচনা করার অছিলায় তাঁকে ঘরে ডাকতেন। স্বারার কথায় এধরনের পরিস্থিতির সম্মুখীন তাঁকে একাধিকবার হতে হয়েছে। কিন্তু তিনি কোনও অবস্থাতেই তাঁদের চাহিদার সামনে মাথা নত না করার জন্যে, তাঁকে বেশ কয়েকটি ছবির প্রস্তাব হারাতে হয়েছে। শুধু ছবির অফার নয়, একটা সময় তাঁর মেসেজের উত্তর পর্যন্ত কেউ দিতেন না, কারণ, তিনি কোনওভাবেই সমঝোতা করবেন না বলে জানতেন ইন্ডাস্ট্রির সেই সমস্ত লোকজন। শেষপর্যন্ত এই সমস্ত সমস্যার সঙ্গে তিনি লড়লেন কেমন করে? এ প্রশ্নের উত্তরে স্বারা বলেন, যে পরিচালক তাঁকে হয়রান করতেন, তাঁকে তিনি বলেছিলেন এভাবে বিরক্ত করা চলতে থাকলে তিনি ছবিতে মন দিয়ে অভিনয় করতে পারবেন না। সেই সময় কয়েক সপ্তাহের জন্যে বিরক্ত করা বন্ধ থাকলেও, ফের শুরু হয় যায় হয়রানি। তখন স্বারা ছবির এক্সিকিউটিভ প্রোডিউসারকে সমস্ত কথা জানিয়ে তাঁর সঙ্গে এসকর্ট রাখার কথা জানান। প্রসঙ্গত, স্বারার কথায়, ছবি হারাতে তিনি রাজি, কিন্তু কাস্টিং কাউচের শিকার হতে নন।