কলকাতা: সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় তিনি। কেবল সিনেমা নয়, বিভিন্ন রাজনৈতিক বিষয়ও তাঁকে হামেশাই নিজের মতামত শেয়ার করে নিতে দেখা যায়। রাজনীতি থেকে শুরু করে সমসাময়িক ঘটনা, প্রত্যেকটা বিষয়েই নিজের মতামত শেয়ার করে নেন তিনি। কিন্তু এবার সেই মতামত প্রকাশের পথেই বাধা। পাকাপাকিভাবে বাতিল হয়ে গেল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)-এর এক্স-হ্যান্ডল (প্রাক্তন ট্যুইটার)। কয়েকদিন আগে তিনি সাধারণতন্ত্র নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে ২টি ছবি ব্যবহার করা হয়েছিল। কপিরাইটের অভিযোগে বাতিল হয়ে গেল স্বরা ভাস্করের এক্স-হ্যান্ডল। সোশ্যাল মিডিয়ায় এদিন একটি লম্বা চওড়া পোস্ট করেছেন সারা। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর পোস্ট করা দুটি ছবির বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ এসেছিল। 


কী লিখেছেন স্বরা? তাঁর কথায়, 'প্রিয় এক্স, দুই ট্যুইট থেকে আমার পোস্ট করা দুটি ছবির বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ আনা হয়েছে। তার ফলেই আপনাদের পক্ষ থেকে আপনারা আমার অ্যাকাউন্টটি পাকাপাকিভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার ছবিকে দেবনাগরী হরফে লেখা ছিল, ‘গান্ধী হম শরমিন্দা হ্যায়, তেরে কাতিল জ়িন্দা হ্যায়’। এটা একটা ভীষণ পরিচিত কোট। এখানে কপিরাইটের প্রশ্ন আসে কী করে! দ্বিতীয় ছবিটি ছিল আমার নিজের মেয়ের। এই ছবিটিকেও ইমেজ ভায়োলেসনের আওতায় আনা হয়েছে। ছবিটিতে আমার মেয়ের মুখ ঢাকা ছিল ইমোজি দিয়ে। ওর হাতে জাতীয় পতাকা ছিল। লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এই ছবি কীভাবে কপিরাইটের আওতায় আসতে পারে!'


ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে ক্ষোভ উগরে দিয়ে স্বরা লিখেছেন, এই দুটি পোস্টের বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন, বুঝতে হবে তাঁরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই পোস্টে অভিযোগ করেছেন তাঁকে হেনস্থা করার জন্যই। স্বরার আরও দাবি, তাঁকে হেনস্থা করার জন্যই এক্স হ্যান্ডলটি বাতিল করা হয়েছে। স্বরার বাকস্বাধীনতাকে খর্ব করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বরা মনে করেন। তিনি এক্স-কে আবেদন করেছেন, যাতে তাঁদের এই সিদ্ধান্ত খতিয়ে দেখা হয়।


 






আরও পড়ুন: Pushpa 2: ওটিটিতে মুক্তি পেল 'পুষ্পা ২', দেখতে হলে খরচ করতে হবে কত টাকা?