নিরমার বিজ্ঞাপনের সেই মেয়েটির কথা মনে আছে? একইরকম ভঙ্গিতে স্বরা ভাস্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2018 07:53 PM (IST)
1
স্বরা এই মিম দেখে খুশিই হয়েছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় নিরমার বিজ্ঞাপনের মেয়েটির মতোই হতে চাইতেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
2
এই ছবিতে স্বরা ছাড়াও অভিনয় করেছেন করিনা কপূর, সোনম কপূর ও শিখা তালসানিয়া
3
ভীরে দি ওয়েডিং ছবির প্রচার নিয়ে এখন ব্যস্ত স্বরা
4
সোশ্যাল মিডিয়ায় এই মিম ভাইরাল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
5
বহুদিন আগে জামাকাপড় কাচার গুঁড়ো সাবান নিরমার বিজ্ঞাপনে যে মেয়েটিকে দেখা যেত, তার মতোই পোশাক পরে চমক দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম