মুম্বই: কঙ্গনা রানাউত যেভাবে জয়া বচ্চনকে আক্রমণ করেছেন, তাতে যারপরনাই আহত হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি মনে করছেন, কঙ্গনা অসুস্থ, নাহলে ছবির জগতের একজন সিনিয়র অভিনেত্রীর উদ্দেশে এমন মন্তব্য করতে পারতেন না।
ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের ড্রাগ-যোগ নিয়ে অভিনেতাদের বিরুদ্ধে আঙুল উঠেছে। এই নিয়েই দিনকয়েক আগে মন্তব্য করেন কঙ্গনা। সেইসঙ্গে দাবি করেন, বলিউডের ৯০ শতাংশ মানুষ মাদকের নেশায় আচ্ছন্ন। সে বিষয়েই সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন রাজ্যসভায় বলেন, 'ছবির জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় বিশ্রী ভাষায় আক্রমণ করা হচ্ছে। যাঁরা এখানে নাম করেছেন, উপার্জন করেছেন তাঁরাই এখন বলছেন, বলিউড নোংরা। আমি আশা করব, এইসব লোকজনকে এমন ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।'
জয়াকে পাল্টা জবাব দিতে গিয়ে কঙ্গনা টেনে আনেন অভিষেক-শ্বেতাকেও। বলেন, 'আমার জায়গায় যদি আপনার মেয়ে শ্বেতা থাকতেন, তাঁকে যদি মারধর, শ্লীলতাহানি করা হত, কিংবা অভিষেক যদি হেনস্থার অভিযোগ করতেন এবং একদিন তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যেত, তাহলেও কি আপনি একথা বলতে পারতেন? আমাদের প্রতিও সমবেদনা জানান।'


কঙ্গনার এই ট্যুইটের পর স্বরা পাল্টা ট্যুইট করেন, 'কঙ্গনা তুমি অসুস্থ। নইলে এমন লজ্জাকর মন্তব্য করতে পারতে না। দয়া করে এবার থামো। তোমার মন নোংরা। কথাগুলো নিজের মধ্যেই রাখ, একান্ত না পারলে আমাকে গালি দিতে পার। আমি তোমার প্রলাপ বকা শুনতে রাজি। কিন্তু জানো তো প্রবীণদের সম্মান দেওয়া ভারতীয় সভ্যতার অঙ্গ'।