কলকাতা: অভিনেত্রী স্বরা ভাস্কর এখন বিবাহিত। রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন 'নীল বাটে সান্নাটা'অভিনেত্রী। গত ১৬ ফেব্রুয়ারি নিজের ট্যুইটার ও ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে এই সুখবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। আর এবার তিনি প্রকাশ্য়ে আনলেন সঙ্গীত ও মেহেন্দির ছবি। মেহেন্দির সন্ধ্য়ায় গাঢ় কমলা রঙের পোশাকে সেজেছিলেন স্বরা। সঙ্গে ছিল মানানসই গয়না। আর ওই দিন ফাহাদ সেজেছিলেন ঘিয়ে রঙের পোশাকে। দুজনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এই অনুষ্ঠানের প্রতিটি ছবিতে। অন্য়দিকে, সঙ্গীতের দিন লাল শাড়িতে ধরা দিয়েছিলেন স্বরা, আর ফাহাদ ছিলেন ফর্মাল পোশাকে। স্বরার পোস্ট করার পরই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের ছবি।


প্রসঙ্গত,  স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বা বিশেষ বিবাহ আইন অনুযায়ী রেজিস্ট্রি সেরেছিলেন স্বরা ও ফাহাদ। মায়ের শাড়ি ও গয়না পরে, খুন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের নিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীদের মধ্যে স্পষ্টভাষী ও দৃঢ় বলেই পরিচিতি রয়েছে স্বরার। আর তাই জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে তিনি যে ছকভাঙা পথে হাঁটবেন সে আর নতুন কী! বিয়ের ছবি ট্যুইটারে শেয়ার করে স্বরা লিখেছিলেন, 'ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য এমন যে একটি আইন রয়েছে, তাতে আমি ধন্য। নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচন, তাঁকে বিয়ে করার অধিকার, এগুলো যেন বিশেষ সুবিধা হিসেবে দেখা না হয়। এগুলো যেন স্বাভাবিক ভাবেই অর্জন করে মানুষ।'  


বিয়ের দিন মেরুনরঙা শাড়িতে সেজেছিলেন স্বরা। রঙমিলান্তি করে ফাহাদ পরেছিলেন মেরুন কাজ করা জহর কোট। মালাবদল, আইনি কাগজে সাক্ষরে বিয়ে সারা তাঁদের। ঢোলের ছন্দেও পা মিলিয়েছিলেন নবদম্পতি। সাদা গোলাপের মালায় বাঁধা পড়ল তাঁদের জীবন। স্বরা ফাহাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছিলেন পর্দা থেকে শুরু করে রাজনীতির ব্যক্তিত্বরাও।   


আরও পড়ুন...


ট্রেলার জুড়ে বিষণ্ণতার সুর, স্ত্রী'র জীবনী কি শেষ পর্যন্ত লিখে উঠতে পারবেন প্রসেনজিৎ?


অন্য়দিকে, তাঁদের বিয়ের কার্ডেও ছিল চমক। স্বরা-ফাহাদের বিয়ের কার্ড ছিল ৩ পাতার। প্রথম ছবিতে, যেন পিছন থেকে একটি দৃশ্যের দিকে তাকিয়ে রয়েছেন স্বরা-ফাহাদ আর এক পোষ্য বেড়াল। কী সেই দৃশ্য? যুগলে আসলে বিয়ের কার্ডে দেখাতে চেয়েছেন, কীভাবে হয়েছিল তাঁদের বিয়ে, তারপর প্রেম। স্বরা ও ফাহাদের দেখা হয়েছিল সিএএ-র প্রতিবাদ মিছিলে। তাই বিয়ের কার্ডেও রয়েছে সেই পোস্টার, 'কাগজ হাম নেহি দিখায়েঙ্গে'। এছাড়াও ছিল 'হাম সব এক হ্যায়' লেখা পোস্টার। সেই দৃশ্যে দেখা মিলেছিল একটি ব্রিজ, মহাত্মা গাঁধীর ছবি, মেরিন ড্রাইভ, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র পোস্টার, গালিব নামে তাঁদের প্রিয় পোষ্য বেড়াল, আর ভালবাসার বার্তা।