নয়াদিল্লি: দেশের লক্ষ লক্ষ ভক্তকে অবাক করে দিয়ে মাস কয়েক আগে জেএনইউ বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে গিয়ে দেখা করেন দীপিকা পাড়ুকোন। সহমর্মিতা জানান জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের প্রতি। যেহেতু অভিনেত্রী সেদিন কোনও কথা বলেননি, শুধুমাত্র উপস্থিত হয়েছিলেন ছাত্র জমায়েতে, তাই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে যেমন এজন্য় দীপিকার সমালোচনা করেন, তেমনই তিনি বহু ভক্ত এবং ইন্ডাস্ট্রির অনেক বন্ধুকে সমর্থক হিসেবে পাশেও পেয়ে যান। সম্প্রতি দীপিকার পক্ষে অসম্মানজনক একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাতে বলা হচ্ছে, দীপিকা সেদিন জেএনইই ক্যাম্পাসে তাঁর উপস্থিতির জন্য পাঁচ কোটি টাকা নেন।ওই পোস্টে খোঁচা মারা হয়েছে জেএনইউ আন্দোলনের পক্ষে কথা বলা অভিনেত্রী স্বরা ভাস্করকেও। দীপিকা কিছু না বললেও ঘুরিয়ে উত্তর দিয়েছেন স্বরা।


দীপিকা, স্বরাকে খোঁচা দিয়ে পোস্টে বলা হয়েছে, ‘জেএনইউতে সিএএ -বিরোধী আন্দোলনে ২ মিনিট উপস্থিত হওয়ার জন্য পাঁচ কোটি টাকা পেয়েছেন দীপিকা। কিন্তু বহুদিন ধরে সিএএ-র বিরুদ্ধে গলা ফাটিয়ে কেবলমাত্র একটা সি-গ্রেড ওয়েব সিরিজের কাজ যোগাড় করতে পেরেছেন স্বরা ভাস্কর।‘ পোস্টে আরও বলা হয়েছে, ‘ভগবান কিসিকো ডিপ্রেশন দে দে, লেকিন কমিউনিজম না দে।‘
এই পোস্টের বিরুদ্ধে স্বরার ব্যাখ্যা, এই পোস্ট নির্বোধের সংস্কৃতিকেই সামনে এনেছে। বলিউডের অভিনেত্রীদের বিষয়ে এ রকম বোকার মতো ভুল-ভাল তথ্য পরিবেশন হল এক ধরনের নোংরা চক্রান্তেরই অংশ।বিপজ্জনক ব্যাপার হল মানুষ এই রকম বাজে কথা, চক্রান্তের তত্ত্ব বিশ্বাসও করেন, তা যতই কুত্সিত শোনাক না কেন!