কলকাতা: 'ফাটাফাটি' (Fatafati)-র পরে এবার থ্রিলারে স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। তবে কেবল নতুন ছবিই তাঁর চমক নয়, 'চালচিত্র' জুড়ে রয়েছে আরও অনেক গল্প। এই ছবির হাত ধরে স্বস্তিকা জুটি বাঁধছেন এক বলিউড তারকার সঙ্গে! 


প্রতীম ডি গুপ্তের (Pratim D Gupta)-র পরিচালনায় আসছে নতুন ছবি 'চালচিত্র'। এই থ্রিলারে স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari)। আলিয়া ভট্টের (Alia Bhatt) ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)-তে আফসানের চরিত্রে নজর কেড়েছিলেন শান্তনু। তাঁর উত্থান অবশ্য রুপোলি পর্দা নয়, নাচের মঞ্চ। আর প্রীতমের এই ছবির হাত ধরে স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। 


ছবির শ্যুটিং শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। ঠিক কেমন চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা? এবিপি লাইভের (ABP Live)-এর প্রশ্ন শুনেই স্বস্তিকার গলায় উচ্ছ্বাস। বললেন, 'অনেকদিন ধরেই আমার ফ্রেন্ডস কমিউনিকেশনের (Friends Communication) সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। এই কাজটার জন্য প্রীতমদা আমায় ফোন করে বলেছিলেন, 'আমি জানি তুই অনেক বড় বড় চরিত্রে অভিনয় করেছিস। তবে পূরবীর চরিত্রটা তোকে ভেবেই লেখা।' এত বড় একজন পরিচালক যে এত মাটির মানুষ... আমার ধারণারও বাইরে ছিল। কয়েক বছর পরে প্রীতমদা কাজ করতে আসছে বাংলায়.. আর সেই ছবিতে আমি। খুব বড় পাওনা এটা আমার কাছে।'


একসঙ্গে গোটা শ্যুটিংটাই পড়ে রয়েছে এখনও। তবে পরিচালকের ব্যবহারে স্বস্তিক মুগ্ধ। তিনি বলছেন, 'আমি প্রতীমদাকে অনুরোধ করেছিলাম চরিত্রটা নিয়ে আমি কতটা কী বলতে পারি, আমায় একটু বুঝিয়ে দিতে। মনে হয়েছিল, উনি এত বড় পরিচালক, চরিত্রটা ওঁর হাতেই তৈরি। ফলে উনিই সেরা ব্যাখ্যাটা দিতে পারবেন। ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, যখন মেসেজের উত্তরে উনি একেবারে পয়েন্ট করে আমায় লিখে, বুঝিয়ে দিয়েছিলেন।'


পূরবীর চরিত্রের সঙ্গে কী মিল রয়েছে স্বস্তিকার? অভিনেত্রী হেসে বললেন, 'পূরবী একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ও জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালবাসে। তবে স্বস্তিকা এবিষয়ে এক্কেবারে উল্টো। আমি কেবল কাজের জায়গাটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। আমার প্রেমিকের চরিত্রে শান্তনু অভিনয় করছে। ইতিমধ্যে, একটি কেসের তদন্তে জড়িয়ে যায় শান্তনুর চরিত্র, সেই সূত্র ধরে পূরবীও। এরপরে গল্প কীভাবে এগোবে সেই উত্তর মিলবে পর্দায়।'


বলি নায়কের সঙ্গে কথা হয়েছে স্বস্তিকার? অভিনেত্রী বলছেন, 'ডিথ্রি থেকেই শান্তনুকে চিনি। তবে এখনও খুব বেশি কথা হয়নি। খুব নম্রস্বভাবের ছেলে ও। শ্যুটিং শুরু হলে আশা করি আরও আলাপ বাড়বে।' প্রসঙ্গত, এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও রাইমা সেন (Raima Sen)। কলকাতা ও আশেপাশের অঞ্চলেই হবে শ্যুটিং।


আরও পড়ুন: Gaurav-Riddhima: শুভেচ্ছার বন্যায় ভাসছেন গৌরব-ঋদ্ধিমা, কী নাম রাখলেন নবজাতকের?