কলম্বো: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে প্রথম একাদশে বড়সড় চমক দিল ভারত। অক্ষর পটেলের (Axar Patel) পরিবর্ত হিসাবে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। যিনি এশিয়া কাপের দলে ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে অক্ষর চোট পাওয়ার পর শ্রীলঙ্কা উড়িয়ে নিয়ে যাওয়া হয়। দলে যোগ দিয়েই সরাসরি ফাইনালে মাঠে নামলেন।


পাঁচ বছর কেটে গিয়েছে। দুইয়ের বেশি দেশ অংশগ্রহণ করেছে, এরকম কোনও টুর্নামেন্টে শেষবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে। সেটাও ছিল এশিয়া কাপ (Asia Cup)।


রবিবার কলম্বোয় এশিয়া কাপের ট্রফি যুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ, শ্রীলঙ্কা (Ind vs SL)। যারা এই টুর্নামেন্টের আয়োজক না হয়েও ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে। যার নেপথ্যে রয়েছে ভারত। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। সেই কারণে পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছে টুর্নামেন্ট।


শ্রীলঙ্কার ওয়ান ডে ব়্যাঙ্কিং এখন আট। ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পায়নি। যোগ্যতা অর্জনকারী পর্ব খেলে মূল পর্বে উঠতে হয়েছে দাসুন শনাকাদের। রবিবারের ম্যাচে ভারতকেই ফেভারিট বলছেন বিশেষজ্ঞরা। তবে কালো ঘোড়া শ্রীলঙ্কা। যারা কলম্বোয় চমক দিতে তৈরি।                                                   


ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।


শ্রীলঙ্কার প্রথম একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্তা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মধুশান।                


 






আরও পড়ুন: বাংলার প্রাক্তন অধিনায়ককে হেড কোচ হিসাবে দায়িত্ব দিল দিল্লি ক্রিকেট সংস্থা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial