কলকাতা: নতুন ছবির নতুন গান। মজার ছন্দে কেবল শরীরচর্চার কথা। 'শ্রীমতী' ছবির নতুন গান '36-24-36' মুক্তি পেয়েছিল গতকাল অর্থাৎ বুধবার। মুক্তির সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই গানের ভিডিও শেয়ারও করে নিয়েছিলেন পর্দার 'শ্রীমতী' মানে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কিন্তু তারপরেই বিপত্তি, শরীরচর্চার গানেই শরীর নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ করলেন নেটিজেনরা। স্বস্তিকা অবশ্য চুপ করে থাকার মানুষ নন, সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিলেন তিনিও। 


লগ্নজিতার গলায় নতুন গান '36-24-36' মন কেড়েছে অনুরাগীদের। লিখেছেন, 'ফিগার ঠিক রাখার সমস্ত কঠিন থেকে কঠিনতম উপায় এই গানে উপস্থিত! সকল শ্রীমতীদের জন্য এই গানটা উৎসর্গ করলাম। মুখ ব্যাজার জিন্দাবাদ।'


আরও পড়ুন: Tarun Majumdar: তরুণ মজুমদারের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী


কিন্তু এরপরেই কমেন্টবক্সে শরীর নিয়ে কটাক্ষ শুনতে হয় তাঁকে। কিন্তু বরাবরের ঠোঁটকাটা স্বস্তিকা, সেই কটাক্ষের বানান ভুল ঠিক করে দিয়ে স্টেটাস আপডেট করেন। অনেকেই তাঁকে সমর্থন জানান। অনেক অনুরাগী আবার গর্জে ওঠেন সোশ্যাল মিডিয়ায় এই ধরণের বডি শেমিং-এর বিরুদ্ধে। 


আর ছবির পরিচালক অর্জুন? তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। পরিচালক বলছেন, 'গোটা ব্যাপারাটাই ভীষণ দুঃখজনক। আমাদের ছবিটা ৮ জুলাই মুক্তি পাচ্ছে। তারই '36-24-36' গানটা শেয়ার করেছিলেন স্বস্তিকাদি। সেখানেই একজন খুব নিন্দনীয় মন্তব্য করেছেন। খুব নিচু রুচির পরিচয়। স্বস্তিকাদি একেবারে সঠিক উত্তরই দিয়েছে। এখন সবার হাতেই স্মার্টফোন, যা খুশি বলতে পারে, লিখতে পারে। আর এখন ফেসবুকে প্রোফাইল লক করে মন্তব্য করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষের। সামনে আসার ক্ষমতা নেই অথচ মন্তব্য করে যাচ্ছে। আমি গোটা বিষয়টা নিয়ে ভীষণভাবে আহত। খুব মনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। খুব অদ্ভুতভাবে আমাদের ছবি শ্রীমতীও এই বার্তায় দেয়, নিজেকে নিজের মতো করেই ভালোবাসার বার্তা। কেবল স্বস্তিকা মুখোপাধ্যায় কেন, যে কোনও মানুষকেই সোশ্যাল মিডিয়ায় এমন হেয় করা নিন্দনীয়।'