কলকাতা: মায়ের কলেজ জীবনেই শাড়ি পরে শ্যুটিং ফ্লোরে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সদ্য মুক্তি পাওয়া ছবির সেট থেকে ভাগ করে নিলেন একাধিক ছবি। হালকা সবুজ ডোরা শাড়ি আর ঘরোয়া পোশাকে ঝলমল করছেন পর্দার 'শ্রীমতী'। কিন্তু সেই শাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকটা গল্প। সোশ্যাল মিডিয়ায় সেই গল্পই ভাগ করে নিলেন স্বস্তিকা।
এই হালকা সবুজ ডোরা টাকা শাড়িটি স্বস্তিকার মায়ের। স্বস্তিকা লিখছেন, 'এই দৃশ্যটার মধ্যে সবচেয়ে বিশেষ বিষয় হল, এই শাড়িটা আমার মায়ের কলেজ জীবনের শাড়ি। কত যত্ন করে রাখলে তেমনটাই রয়ে গিয়েছে। আমি খালি আলমারি থেকে বের করে পরে নিয়েছি। মায়েদের এই গুণ গুলো কি কম স্পেশাল?'
আরও পড়ুন: Kolkata Chalantika: ফ্রেমে, গল্পে কলকাতা, পাভেলের ছবি ফিরিয়ে আনল পোস্তা উড়ালপুল দুর্ঘটনার স্মৃতি
স্বস্তিকার লেখাতেও যের ঘরের ছাপ, 'শ্রীমতী' সুলভ ছোঁয়া। পর্দায় সোহমের সঙ্গে কাজ করার কেমন অভিজ্ঞতা হল? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন, 'আমি আর সোহম এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করছি জানি না কেন কেউ কখনও আমাদের জুটি হিসেবে ভাবেনি।অর্জুন এটা কী করে করে ফেলল তাও জানি না। তবে ওর সঙ্গে সিনগুলো খুব সহজ ভাবেই করেছি। পর্দায় দেখেও আমাদের অসামঞ্জস্য কিছু লাগছে না। অন্তত আমার তো তাই মনে হচ্ছে। একটা বিবাহিত জুটিই মনে হচ্ছে।'