নর্থহ্যাম্পটনশায়ার: কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনে (County Championship) ল্য়াঙ্কাশায়ারের (Lancashire) জার্সিতে অভিষেক ঘটিয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। অভিষেকেই চমক। নর্থহ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসেই বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় অলরাউন্ডার।


৫ উইকেট সুন্দরের


গতকাল ৬৯ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছিলেন সুন্দর। ম্যাচে প্রথম দিনের শেষে নর্দ্যান্টস সাত উইকেটের বিনিময়ে ২১৮ রানে ধুঁকছিল। দ্বিতীয় দিনের শুরুতে আধা ঘণ্টার মধ্যেই প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ল্যাঙ্কাশায়ার। নর্দ্যান্টস ২৩৫ রানে অলআউট হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিজের পঞ্চম উইকেটটিও নিয়ে নেন সুন্দর। ২২ ওভার হাত ঘুরিয়ে ৭৬ রানের বিনিময়ে তিনি পাঁচ উইকেট নেন।



ব্যাট হাতে ব্য়র্থ সুন্দর


অবশ্য বল হাতে চমকালেও, ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ সুন্দর। ভারতীয় অলরাউন্ডার ল্যাঙ্কাশায়ারের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১০ বল খেলে মাত্র দুই রান করেই সাজঘরে ফেরেন। ব্যর্থ ল্যাঙ্কাশায়ার টপ অর্ডারও। ৫২ ওভার শেষে ল্যাঙ্কাশায়ারের স্কোর নয় উইকেটের বিনিময়ে ১২১ রান। প্রসঙ্গত, এই রাউন্ডে আরেক ভারতীয় নভদীপ সাইনিও, বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন। তিনি কেন্টের হয়ে ওয়ারউইকশায়ারের বিরদ্ধে মাঠে নেমেছেন। 


কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন পূজারাও। এই রাউন্ডেই কাউন্টিতে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটান ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদ্য, মিডল অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)। তিনি ফের একবার সাসেক্সের হয়ে শতরান হাঁকালেন। এই কাউন্টি মরশুমে এটি তার পঞ্চম শতরান।


 






দ্বিশতরান পূজারার


তবে প্রথম দিনে শতরান পূর্ণ করার পরেই থামেননি পূজারা। মরশুমের তৃতীয় দ্বিশতরানও হাঁকিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে তিনি ২৩০ রানে ব্যাটিংরত। ১৬১ ওভার শেষে সাসেক্সের স্কোর ৫২২ রান নয় উইকেটের বিনিময়ে।


আরও পড়ুন: ইংল্যান্ডে সেঞ্চুরি পূজারার, বল হাতে দুরন্ত নভদীপ-সুন্দর