কলকাতা: ২০১৬ সালে 'ঝাঁঝ লবঙ্গ ফুল' দিয়ে অভিনয় জগতে তাঁর সফর শুরু হয়েছিল। তারপরে বড়পর্দা.. প্রজাপতি বিস্কুট, সোয়েটার.. আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক ছবির মুখ্য চরিত্রে অভিনয়, আর মিষ্টি হাসিতে তিনি অনায়াসেই মন জয় করে নিয়েছেন দর্শকদের। ইশা সাহা (Ishaa Saha)। সামনেই মুক্তি পাচ্ছে অভিনেত্রীর একগুচ্ছ ছবি, যার মধ্যে একটি অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত 'সহবাসে' (Sohobashe)। ২২ তারিখ সেই ছবি মুক্তির আগে এবিপি লাইভের সঙ্গে ছবির গল্প, ছবির বাইরের গল্পে মজলেন ইশা। 


২০১৯ সালে শ্যুটিং হয়েছিল, আর তারপর সেই ছবি মুক্তি পাচ্ছে ২০২২-এ। দীর্ঘদিন পরে পুরনো ছবি নিয়ে কথা বলা একজন অভিনেত্রীর কাছে কঠিন? ইশা বলছেন, '২০১৯ সালে ১২ দিনে এই ছবিটার কাজ শেষ করেছিলাম আমরা। তারপর করোনা আর লকডাউনে তো দীর্ঘদিন কাজ বন্ধই ছিল। তাই সময় পেরিয়ে গেলেও ছবি কথা মনে করতে অসুবিধা হয় না তেমন।'


পরিচালক-প্রযোজক থেকে শুরু করে একঝাঁক নতুন ক্রু-মেম্বার, 'সহবাসে' দিয়ে হাতেখড়ি হয়েছিল অনেকেরই। ২০১৯ সালের মতো এখনও কি নতুনদের সঙ্গে কাজ করতে ততটাই আগ্রহী ইশা? অভিনেত্রী বলছেন, 'আমি এখনও নতুন পরিচালক প্রযোজকদের সঙ্গে কাজ করি। নতুন মানুষ ইন্ডাস্ট্রিতে নতুন চিন্তাভাবনা নিয়ে আসেন, তাঁদের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে। আর 'সহবাসে'-তে আমি তো অনুভবকে রীতিমতো ব়্যাগিং করতাম। বলতাম, 'তুই আমার চেয়ে অনেকটা ছোট, আমি যা বলব তাই শুনবি। তবে এখন আর সেটা সম্ভব নয়। এখন ইন্ডাস্ট্রিতে অনেক নতুন প্রতিভারা এসেছেন। তাদের থেকে আমি এখন অনেকটাই সিনিয়ার।'


আরও পড়ুন: Ameesha Patel: আইনি জটিলতায় আমিশা পটেল, সমন পাঠাল আদালত


ধারাবাহিক থেকে একের পর এক ছবি মুখ্য চরিত্র, নিজের চোখে কতটা বদলালেন ইশা? অভিনেত্রী বলছেন, 'আমার একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, তাই এই মুহূর্তে একটু ব্যস্ত। কিন্তু যদি অভিনেত্রী ইশার কথা বলি, তাহলে আশা করি 'ঝাঁঝ লবঙ্গ ফুল'-এর থেকে অনেকটাই উন্নতি করেছি। যে মেয়েটা কখনও থিয়েটার করেনি, স্কুলে অভিনয় করেনি সে একটা ৮ মাসের ছোটপর্দার সফর শেষ করে বড়পর্দায় আসে। তখন সে ক্যামেরা নেওয়া কাকে বলে জানত না। আলো বুঝত না। সিনিয়রদের সঙ্গে পাল্লা দিয়ে সংলাপ বলতে কষ্ট হত। এখন সেগুলোকে আয়ত্তে আনার চেষ্টা করি। আর আমি বিশ্বাস করি শেখার শেষ নেই। যত কাজ করব, তত শিখব।'


'সহবাসে' -তে কী সেই পুরনো ইশাকে দেখবেন অভিনেত্রী? ইশা বলছেন, 'এখন সহবাসে দেখে মনে হতে পারে এখন অভিনয় করলে এই এই দৃশ্য হয়তো অন্যভাবে করতাম। হয়তো আরও ভালো কাজ করতাম কারণ, ইতিমধ্যেই অনেকগুলো ছবিতে কাজ করে ফেলেছি আমি। আবার মনে হতে পারে, তখন অনেক সরল ছিলাম কারণ অনেক জানার পরিধিটা আরও কম ছিল।'