Swastika Mukherjee: 'শিবপুর'-এর ট্রেলার শেয়ার করলেও প্রচারে অনুপস্থিত, কারণ জানাতে গিয়ে বিস্ফোরক স্বস্তিকা

Swastika Mukherjee on Shivpur Trailer: সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন না স্বস্তিকা। লুকোচুরি নেই, তিনি যে আজকের অনুষ্ঠানে যাবেন না, সেই খবর সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছিলেন তিনি।

Continues below advertisement

কলকাতা: বিতর্ক একদিকে, অন্যদিকে পেশাদারিত্ব। এই প্রশ্নে চিরকালই নজির রেখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আজ মুক্তি পেল তাঁর আগামী ছবি 'শিবপুর' (Shivpur)-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ারও করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, 'যদি ট্রেলারটা আপনার ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই ছবিটাও আপনার ভাল লাগবে।' ৩০ জুন বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির। 

Continues below advertisement

তবে সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন না স্বস্তিকা। লুকোচুরি নেই, তিনি যে আজকের অনুষ্ঠানে যাবেন না, সেই খবর সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী লিখেছিলেন, 'অনেকেই আমায় প্রশ্ন করছেন, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আমি হাজির থাকব কি না। নাহ.. আমি থাকব না। আমি আপাতত এই শহরে নেই। তবে যদি আমি এই শহরে থাকতাম, তাহলেও যেতাম না। যদি কেউ বলে থাকেন আমি এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির থাকব, তাহলে তাঁরা মিথ্যে কথা বলছে।'

স্বস্তিকা এখানেই থামেননি। তিনি আরও লেখেন, 'যৌন হেনস্থা কোনও মজার বিষয় নয় আর এটার কোনও ক্ষমা আমার কাছে নেই। আমার এই ছবির প্রযোজক হয়তো ভাবতে পারেন সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সেটা একেবারেই নয়। আর সেটা কখোনোই হবে না। কিন্তু শিবপুর আমার ছবি। আর আমি নিজের সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তার ট্রেলারটা শেয়ার করব অনুরাগীদের জন্য।'

ঘটনার সূত্রপাত 'শিবপুর' (Shibpur) ছবি থেকে। গত বছর,  অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়। স্বস্তিকার দাবি ছিল, ৮ জুলাই তিনি চুক্তিতে স্বাক্ষর করেন এবং যে টাকার চুক্তি ছিল, তার বাইরে একটি পয়সাও তিনি নেননি। ইন্দো-আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। তাঁদের অভিযোগ, টাকা নিয়েও প্রচারে হাজির থাকতে নারাজ ছিলেন স্বস্তিকা,  আর সেই কারণেই একাধিক হুমকি মেল পাঠানো হয়েছে তাঁকে। 

মেলে পাঠানো যাবতীয় ছবি, হুমকির ভাষা ও খুঁটিনাটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন স্বস্তিকা খোদ। অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল। আর এবার সরাসরি স্বস্তিকার নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, মিটমাট না করে নিলে এর চেয়েও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, স্বস্তিকা, তাঁর সহকারী এমনকি 'শিবপুর'-এর পরিচালক অরিন্দম ভট্টাচার্য্য (Arindam Bhattacharyya)-পর্যন্ত খুনের হুমকি পেয়েছেন। 

এছাড়াও অভিনেত্রীর বিকৃত ছবি ইমেল মারফত তাঁর সহকারীকে পাঠিয়েছেন ‘শিবপুর’ ছবির প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা। যিনি নিজেকে হ্যাকার হিসাবেই পরিচয় দিয়েছেন। অভিনেত্রীর নগ্ন ছবি পাঠিয়ে তাঁর হুমকি, মিটমাট না করে নিলে এর থেকেও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। ঘটনা সম্পর্কে থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বস্তিকা। তবে আজ ছবির ট্রেলার কথামতো শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।

 

আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola