নয়াদিল্লি: কুস্তি সংস্থায় নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ৬ জুলাই হবে কুস্তি সংস্থার (India Wrestling Federation) নির্বাচন। যে নির্বাচনে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংহ বা তাঁর পরিবারের কেউ অংশ নিতে পারবেন না। জম্মু ও কাশ্মীর উচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি তথা জাতীয় কুস্তি সংস্থার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মহেশ মিত্তল কুমার এই বিজ্ঞপ্তি জারি করেছেন।


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, জাতীয় কুস্তি সংস্থার বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভার দিন হতে পারে নির্বাচন। আগে বলা হয়েছিল, ৪ জুলাই হতে পারে কুস্তি সংস্থার নির্বাচন। তবে এও বলা হয়েছিল যে, বিচারপতি মিত্তল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


কুস্তিগীরদের মধ্যে আন্দোলন নিয়ে অনৈক্য দেখা দিয়েছে বলে একাংশের তরফে রটনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে সাক্ষী মালিক (Sakshi Malik) বলেন, "আমি একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি, বজরং পুনিয়া ও বিনেশ ফোগত একসঙ্গে আছি এবং একসঙ্গেই থাকব।"


বুধবার প্রায় পাঁচ ঘণ্টার বৈঠক শেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনকারী কুস্তিগীরদের কাছে একটি লিখিত প্রস্তাব দেন। তাতে নিশ্চিত করা হয়, কুস্তি ফেডারেশনের প্রধানের বিষয়ে তদন্ত হবে জুনের ১৫ তারিখের মধ্যে। তবে, তাঁর গ্রেফতারি নিয়ে কোনও আশ্বাস দেওয়া হয়নি। এ প্রসঙ্গে সাক্ষী বলেন, "১৫ জুনের পর আমরা স্থির করব, কোথা থেকে আবার প্রতিবাদ শুরু করা যায়।"


দুই মাসের বেশি সময় ধরে দিল্লিতে প্রতিবাদ করছেন কুস্তিগীররা। তাঁরা কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংহের অপসারণ এবং গ্রেফতারির দাবি জানিয়েছেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন কুস্তিগীররা। এই পরিস্থিতিতে তদন্তের অঙ্গ হিসাবে দিল্লি পুলিশ গত শুক্রবার এক মহিলা কুস্তিগীরকে ব্রিজ ভূষণের অফিসে নিয়ে যায়। ওই কুস্তিগীরকে সঙ্গ দেন মহিলা পুলিশ অফিসারদের একটি দল। তাঁরা দুপুর দেড়টা নাগাদ ফেডারেশনের অফিসে পৌঁছন এবং সেখানে প্রায় আধ ঘণ্টা কাটান।  এই সময়ের মধ্যে ওই কুস্তিগীরকে বলা হয়, হেনস্থার যে অভিযোগ তোলা হয়েছে, সেই ঘটনার পুনর্গঠন করতে। 


এই ঘটনার কিছুক্ষণ পর একটি ট্যুইট করেন আন্দোলনকারী কুস্তিগীরদের অন্যতম বিনেশ ফোগত। তিনি একটি মিডিয়া রিপোর্ট নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। যেখানে দাবি করা হয়, আপোশ করার জন্য কুস্তিগীররা ফেডারেশনের অফিসে পৌঁছেছেন।


আরও পড়ুন: চুক্তির পুনর্নবীকরণ নয়, PSG ছাড়ার পথে এমবাপে