কলকাতা: কোনও ছবি বাড়িতে তোলা। নিছক ঘরোয়া, সাদামাটা। কোনও ছবিতে আবার সফরে বেরিয়ে পড়েছেন মা মেয়ে। হাসির ছটা তাঁদের মুখে। আজ গোপা মুখোপাধ্যায়ের (Gopa Mukherjee) জন্মদিন। আর মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ পুরনো ছবি ভাগ করে নেন স্বস্তিকা। আবেগপ্রবণ হয়ে নায়িকা লেখেন, 'শুভ জন্মদিন মা। তোমার কথা রোজ মনে পড়ে, ডালে ঝোলে অম্বলে...কিছু করলে যদি ঈশ্বর তোমায় ফেরত পাঠিয়ে দিত এ যাত্রায় বেঁচে যেতাম।' দিন শেষে এই আবেগঘন লেখায় নায়িকাকে ভালোবাসা জানিয়েছেন অনেকেই। নিজেও একজন মা স্বস্তিকা। কিন্তু তাঁর কয়েকটা লাইনে যেন শিশুর অবুঝ আবদার আর মনখারাপ করা ভালোবাসা। অনেকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
সদ্য বাবা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে ছিল, সমুদ্রের তীরে পাশাপাশি হাত ধরে হেঁটে যাচ্ছেন বাবা-মেয়ে। লালপাড় সাদা শাড়িতে মেয়ের মুখে উপচে পড়ছে হাসি। মেরুন পাঞ্জাবিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বাবা। তার মুখেও হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে বাবা সন্তু মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, 'শুভ জন্মদিন বাবা'
স্বস্তিকার পোস্ট করা এই ছবিটি একটি গানের শ্যুটিংয়ের। 'আমার মুক্তি আলোয় আলোয়' গানে মেয়ে - বাবার যুগলবন্দি দেখা গিয়েছিল এই গানে। সেই গানেরই একটি দৃশ্য পোস্ট করে স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা সন্তু মুখোপাধ্যায়কে। বাবার কথা বার বার ঘুরে ফিরে আসে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: একরত্তি কৃশিবের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, খুদেকে সামাজিক মাধ্যমে স্বাগত জানালেন মা পূজা
পয়লা বৈশাখে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছিলেন, 'বাবা বলত শুভ `একলা ‘ - ১লা বৈশাখ। মজা করে বলা কথাটাই সত্যি হয়ে গেল। করোনা যেন গোটা পৃথিবীটাকে একা করে দিয়েছে। এত একা হয়ে যাওয়ার মাঝেই একটু ভাল থাকবেন। সববাই। শুভ নববর্ষ ১৪২৮।' সেইসঙ্গে নায়িকা জুড়ে দেন, ' মিষ্টিমুখ আজকে মাস্ট। আর নতুন কিছু একটা, নতুন করে ভাল থাকা হলে তো আর কথাই নেই।'