কলকাতা: গত শুক্রবার অর্থাৎ ৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) অভিনীত অর্জুন দত্তের ছবি 'শ্রীমতী' (Shrimati)। নারীকেন্দ্রিক এই ছবি নিয়ে উৎসাহিত ছিলেন দর্শকেরা। প্রথম সপ্তাহে বেশ ভালই সাড়া ফেলেছে 'শ্রীমতী'। কিন্তু তারপরেও বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে এই ছবিকে। সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অভিনেত্রীর। নাম করেই ক্ষোভ উগড়ে দিলেন বাংলা ছবির এক প্রথম সারির প্রযোজনা সংস্থার (Production House) বিরুদ্ধে।
ক্ষুব্ধ স্বস্তিকা
শুক্রবার দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে 'শ্রীমতী'। আর সেইদিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লেখেন, 'বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়। ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি ? হল দেওয়া হবেনা আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানি তে ঠ্যাকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায়। শ্রীমতির কপালেও এটাই হল। 1st week এ ছিল ১৭ টা হল। 2nd week এ দেওয়া হল ৪ টে আর সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে? কাল PVR Diamond Plaza তে বিকেল ৪.২০ শো তে ১০০ জনের ওপরে দশর্ক ছিলেন কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো week সময় দেওয়া হবেনা। আমাদের distributor SVF। তাদের নিজেদের প্রযোজিত ছবি এল আজ, তাই সব ভাল শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। যাক, আপনারা আপিস কামাই করে আর মা-মাসি-দিদা রা সব কাজ ফেলে রেখে দুপুর বেলা শ্রীমতি দেখতে যাবেন না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে ব্যাস বাংলা ছবি কে এইভাবেই বাংলা ছবির ডিসট্রিবিউটার রা সাপোর্ট করবে। শুধু মন দিয়ে অভিনয় করলে হবে ? ছবি চলতে দেবেনা তাই নিয়ে ও যুদ্ধ করতে হবে। করেও কিছু হবেনা। আপনাদের ভালবাসা মনে রাখব, আশীর্বাদ করুন যাতে আরো যুদ্ধ করার জোর পাই।' (অপরিবর্তিত)
এদিন পোস্টে স্পষ্ট নাম করেই প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর বিরুদ্ধে তোপ দেগেছেন 'শ্রীমতী' স্বস্তিকা। অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী' ছবির প্রযোজনা 'কে এস এস এন্টারটেনমেন্ট'-এর তবে তাদের ছবি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছেন SVF। অন্যদিকে, এই সপ্তাহে, ১৫ জুলাই মুক্তি পেয়েছে 'এসভিএফ'-এর নিজস্ব ছবি 'কুলের আচার'। নাম না করলেও সেই ছবির জন্যই যে প্রেক্ষাগৃহে কমিয়ে দেওয়া হচ্ছে 'শ্রীমতী'র শো, তা স্পষ্ট অভিনেত্রীর বক্তব্যে। অভিনেত্রীর দাবি, প্রযোজনা সংস্থা নিজেদের প্রযোজিত ছবিকে বেশি সময় দেওয়ার জন্য 'শ্রীমতী'কে এমন শো-টাইম দিয়েছে যাতে মানুষ হলে যেতেই না পারেন।
অভিনেত্রীর এই কথা সমর্থন করে তাঁর পোস্ট শেয়ার করেছেন পরিচালক অর্জুন দত্তও। তিনি লেখেন, 'সিনেমা মানুষকে একত্রিত করে এবং আমরা প্রতিটি চলচ্চিত্রের মাধ্যমে তাইই করতে চাই। একটি ছবি দর্শকদের মধ্যে বেড়ে উঠতে সময় নেয় এবং 'শ্রীমতী' যখন তা করতে শুরু করল, তখন আমরা দর্শকদের সঙ্গে সংযোগ করার সুযোগ হারিয়ে ফেললাম। আমার আন্তরিক অনুরোধ, একে অপরকে একটি ইন্ডাস্ট্রি হিসাবে বেড়ে উঠতে এবং হৃদয় থেকে গল্প বলার জন্য সাহায্য এবং সমর্থন করুন এবং আমি আমার দল, আমার সমসাময়িক, আমার সমবয়সীদের এবং সমগ্র ইন্ডাস্ট্রির হয়ে এই কথা বলছি।'
আরও পড়ুন: Yash Daasguptaa Update: শুরু শ্যুটিং, বড়পর্দার নায়ক হয়েই বলিউডে পা রাখছেন যশ!
প্রসঙ্গত, ১৫ জুলাই অর্থাৎ গতকাল মুক্তিপ্রাপ্ত 'কুলের আচার' ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার প্রথমবার জুটি বাঁধলেন।