করাচি: ২ দিন আগেই বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়িয়ে একটি ট্যুইট করেছিলেন। এরপরই তা ছড়িয়ে গিয়েছিল দাবানলের মতো। ব্যাট হাতে খারাপ সময় চলছে প্রাক্তন ভারত অধিনায়কের। এই পরিস্থিতিতে ট্যুইটে বিরাটের পাশে দাঁড়িয়ে বাবর লিখেছিলেন, ''এই দুঃসময়ও কেটে যাবে। শক্ত থাকো।'' এবার আরও একবার বিরাটের সমর্থনে মুখ খুললেন পাক অধিনায়ক।


কী বললেন বাবর?


নিজের ট্যুইটের পক্ষে দাঁড়িয়ে বাবর বলেন, ''আমি ট্যুইটে ওঁকে শুধু ভরসা জোগাতে চেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এই সময়টা বিরাটের সমর্থনের দরকার। সবার ওঁর পাশে থাকা দরকার। খুব ভাল করে বুঝতে পারি এই পরিস্থিতিতে একটা ক্রিকেটারের মানসিকতা কেমন থাকে। এই সময়টা সবার ওঁকে সাপোর্ট করা দরকার।''


কেরিয়ারের দুই প্রান্তে দুই মহাতারকা


বর্তমানে কেরিয়ারের একেবারে দুই প্রান্তে দাঁড়িয়ে বিরাট ও  বাবর। যেখানে চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) টি-টোয়েন্টিতে দুই ম্যাচে মাত্র ১২ রান করার পর, দ্বিতীয় ওয়ান ডেতেও ফ্লপ বিরাট। মাত্র ১৬ রানে সাজঘর ফিরতে হয় তাঁকে। প্রথম ওয়ান ডেতেও খেলেননি তিনি। শেষ আন্তর্জাতিক শতরানের পর ৭৭ ইনিংস ইতিমধ্যেই খেলে ফেলেছেন বিরাট। সম্প্রতি তাঁর ফর্ম তো আরও খারাপ হয়েছে। শেষ চার ওয়ান ডে ইনিংসে মাত্র ৪২ রান করেছেন কোহলি।


এর জেরেই ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ারও রব তুলছেন একাধিক সমর্থক তথা বিশেষজ্ঞরা। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির ভারতীয় দলে জায়গাও সুনিশ্চিত নয়। অপরদিকে, পরের পর শতরান, অর্ধশতরানে দুরন্ত গতিতে ছুটছেন বাবর। বর্তমানে পাকিস্তান তারকা আইসিসির বিচারে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে।


কোহলির পাশে বাটলার


এদিকে বিরাটের পাশে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তিনি বলেন, আমার মনে হয় ওর কয়েকটা ইনিংসে রান না পাওয়াটা দিনের শেষে একটু শান্তি দেয়, এই কারণে যে, এটা প্রমাণ করে ও (কোহলি) মানুষ। দুই-তিনটে ইনিংস যে কারুরই খারাপ যেতে পারে। তবে ও মতান্তরে কিন্তু বিশ্বের সেরা ওয়ান ডে খেলোয়াড়। বহু বছর ধরে ও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে। যে কারুরই তো এমন সময় যায় যখন সে নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারে না। কিন্তু এমন একজন খেলোয়াড়র শীঘ্রই একটা বড় ইনিংস খেলে ফর্মে ফিরে আসবে, তা নিশ্চিত। প্রতিপক্ষ অধিনায়ক হিসাবে এটাই আশা করছি, যে সেই ইনিংসটা যেন আমাদের বিরুদ্ধে না আসে।


আরও পড়ুন: কাউন্টি ক্রিকেটে নভদীপ সাইনিও, কেন্টের হয়ে খেলবেন ৮টি ম্যাচ