কলকাতা: আজ তাঁর জন্মদিন। তিনি সবসময়েই সমস্ত নায়িকাদের থেকে অন্য পথে হেঁটেছেন। অন্যান্য নায়িকারা যখন বয়স লুকোতে ব্যস্ত, তিনি তখন জন্মদিনে নিজেই প্রকাশ্যে বলেন নিজের বয়স। শুধু তাই নয়, বয়স বাড়া নিয়ে মোটেই চিন্তান্বিত নন। বরং তিনি এই সফরকে বেশ উপভোগই করেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের জন্মদিনে একটি লম্বা পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। জন্মদিনে নিজেকেই নিজে খোলা চিঠি দিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা নিজের চারটি ছবি পোস্ট করে লিখছেন, 'ভালবাসা.. শুভ ৪৪তম জন্মদিন। যে ধূসর রঙে তুমি একসময়ে ভয় পেতে, দেখো, তারা রুপোর থেকেও বেশি ঝলমল করছে। তোমরা দেখো ক্লান্ত চোখ.. আমি দেখি অভিজ্ঞতা। তোমরা চোখের তলায় কালো কালি দেখো, আমি দেখি আমার প্রাপ্তিগুলো। তোমরা ত্বকের বলিরেখা দেখো, আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে। আমি দেখি একজন শিল্পীকে, একজন মাকে, একজন বন্ধুকে। তুমি তোমার মতো হও। দয়ালু, সহমর্মী, নির্ভেজাল, সৎ.. মানুষকে তুমি উজ্জীবিত করো। মনে রেখো, আমি সবসময়ে তোমার পিছনে রয়েছি। যখন আমি সশরীরে নেই, তখনও রয়েছি। মনে রেখো, আমি চিরকাল তোমায় ভালবাসি, এমনকি যখন ভালবাসি না বলি তখনও। শুভ জন্মদিন আমার প্রিয় এসএম। এমন উজ্জ্বলভাবেই তুমি এগিয়ে যাও।'
এ যে খোলা চিঠি। নিজেকে লেখা, নিজের চিঠি। নিজেই নিজের পিঠ চাপড়ে দেওয়া। এই চিঠি সাহসীকতার। স্বস্তিকা ছাড়া কোন নায়িকাই বা এমন করে বয়স বলতে পারে কথায় কথায়। বলিরেখা, চোখের তলার কালি, পাকা চুল-এইসব ঢাকতে যখন মরিয়া সবাই, তখন স্বস্তিকা সেই সমস্ত কিছুকে যেন নিজের করে নিয়েছেন। খুশি আছেন বয়স বাড়ার সমস্ত অভিব্যক্তিকে নিয়েই। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার এই পোস্টে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: Rashmika on Allu Arjun: গ্রেফতার অল্লু অর্জুন, পরে জামিন, গোটা ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।