ব্যাকগ্রাউন্ডে বাজছে 'বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল..', আর ক্যামেরার সামনে নিজের ছোট চুল নিয়ে বেজায় অখুশি স্বস্তিকা। রাগে আর বিরক্তিতে ঠোঁট ফুলিয়ে বেশ কয়েকবার ঘেঁটে ফেললেন তাঁর সখের হেয়ারস্টাইলও। তারপরেই ক্যামেরা ঢাকা পড়ল চুলে.. আর ম্যাজিক। এক নিমেষে স্বস্তিকার মাথায় কোমর ছোঁয়া একঢাল চুল, উধাও অগোছালো সাজও। শ্যুটিং ফ্লোরে মেকআপ নেওয়ার আগে ও পড়ে এভাবেই মজায় মাতলেন স্বস্তিকা। ক্যাপশানেও রইল মজার ছোঁয়া। লিখলেন, 'কোনও দিনই খারাপ নয়, কেবল গাঁদা ফুল আর লম্বা লম্বা চুলের দিন।' ভিডিও দেখে উচ্ছসিত সদ্য় সমাপ্ত ওয়েব সিরিজে তাঁর সহ অভিনেত্রী মোনা সিং ও! হার্ট ইমোজি দিয়ে প্রশংসায় ভরালেন স্বস্তিকাকে।
নিজের কেরিয়ারের সবচেয়ে ভালো সময়টা কাটাচ্ছেন স্বস্তিকা। ওয়েব সিরিজ থেকে রুপোলি পর্দা, টলিউড থেকে বলিউড, সব জায়গাতেই অবাধ যাতায়াত তাঁর। বাংলা এবং হিন্দি, মুক্তির অপেক্ষায় তাঁর দুটি ওয়েব সিরিজ। বাংলায় মুক্তি পাচ্ছে 'মোহ-মায়া'। অন্যদিকে হিন্দিতে মুক্তি পাচ্ছে 'ব্ল্যাক উইডোজ'। এর আগে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ তাসের দেশ দর্শকদের মন ছুঁয়েছিল। অন্যদিকে সাড়া ফেলেছিল 'পাতাললোক'-এ তাঁর অভিনয়। একাধিক ছবির শ্যুটিং ও চলছে তাঁর।
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-তে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেতা চলে যাওয়ার পর স্বস্তিকার সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার উঠে এসেছে সুশান্তের সঙ্গে কাটানো ভালো মুহূর্তের কথা। শ্যুটিং ফ্লোরে মজার সম্পর্ক ছিল দুজনের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছিলেন, দিল বেচারার ম্য়ানির হাসিমুখটাই মনে রাখতে চান তিনি। দিল বেচারার অভিনেত্রী সঞ্জনা সাংঘিকেও যথেষ্ট স্নেহ করতেন তিনি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, শ্যুটিং সেটে স্বস্তিকাকে নাম ধরে ডাকতেন সঞ্জনা। আর তাতে নাকি মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে বেজায় অস্বস্তিতে পড়তেন স্বস্তিকা। সঞ্জনাকে বাংলা শেখানোর দায়িত্বও নাকি বর্তায় তাঁরঅ ওপর।
সবশেষে ফেরা যাক চুলের কথাতেই। ভিডিওতে তাঁকে অখুশি বলে মনে হলেও নিজের নতুন হেয়ারস্টাইল নিয়ে কিন্তু বেজায় আত্মবিশ্বাসী নায়িকা। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে একবার মজার ছলে স্বস্তিকা বলেছিলেন, 'নায়িকা হয়ে ন্যাড়া হয়ে গিয়েছি, এটাই তো আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।'