কলকাতা: 'একেন' সিরিজের সর্বশেষ ছবি দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় জাহির ও করেছিলেন সেই মুগ্ধতার কথা। তিনি অবশ্য নিজের মনের কথা বলতে পিছপা হন না কখনোই। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। 'বেনারসে বিভীষিকা' দেখে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তিনি অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)-র সঙ্গে কাজ করতে চান। সেই সুযোগ এনে দিল 'বিবি পায়রা'। অর্জুন দত্তের নতুন ছবি 'বিবি পায়রা'-তে জুটি হিসেবে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তী। সদ্য সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের কিছু দৃশ্য প্রকাশ্যে এনেছেন স্বস্তিকা। 

অনির্বাণের সঙ্গে ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'অর্জুন দত্তের সঙ্গে আমার তৃতীয় কাজ। আমায় বারে বারে বিশ্বাস করার জন্য অনেক ধন্যবাদ। এটা আমাদের হ্যাট্রিক। নন্দী মুভিজ়-কে ধন্যবাদ আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর একজনকে নিয়ে কী বলব! আমার ক্রাশ অনির্বাণ চক্রবর্তী। ভগবানকে বলে বলে এমন জ্বালান জ্বালিয়েছি যে তিতিবিরক্ত হয়ে ভগবান টুপ করে ফেলে দিয়েছে। আর উনি আমার দিতে যেভাবে তাকাচ্ছেন, আমি তো গলে জল। শিউলি আর শিউলির বর আসছে, 'বিবি পায়রা' নিয়ে। 

দুজন পরনির্ভরশীল মহিলা কীভাবে তাঁদের ভাল থাকার রসদ খুঁজে নেয়, সেই গল্পই শোনাবে অর্জুনের নতুন ছবি। তবে এই ভাল থাকার রসদ খুঁজতে গিয়ে বারে বারে সমস্যার মধ্যে পড়ে এই দুজন। শুধু নিজেরাই সমস্যাই পড়ে না, অন্যদেরও সমস্যার মধ্যে ফেলে। এই সমস্ত সমস্যা পেরিয়ে তাঁরা কী ভাল থাকতে পারবেন? সেই গল্পই শোনাবে এই ছবি। এই ছবির মুখ্যভূমিকায় স্বস্তিকার পাশাপাশি থাকছেন পাওলি দাম (Paoli Dam)। এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে, অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), সুব্রত দত্ত (Subrat Dutta), অঙ্কিতা মাঝি (Ankita Majhi), ভবানী মুখোপাধ্যায় (Bhabani Mukherjee) ও লোকনাথ দে (Loknath Dey)-কে। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্জুন দত্ত নিজেই। সঙ্গে রয়েছেন আশীর্বাদ মৈত্র-ও। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রতীম ভোল। ছবির আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত। পোশাক, পৌলমী গুপ্ত ও আর্ট, হো-চি।