কলকাতা: গত ৩০ জুন, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'শিবপুর' (Shibpur)। তার ঠিক দিন ছয়েকের মাথায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিস্ফোরক ছবির মুখ্য অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। লিখলেন দীর্ঘ পোস্ট। 'সিনেমার চোদ্দটা' বাজার রাগ বের করলেন, কাঠগড়ায় দাঁড় করালেন পরিচালক ও প্রযোজকের ইগোর লড়াইকে (ego clash)। ঠিক কী অভিযোগ অভিনেত্রীর?


'শিবপুর' নিয়ে বিস্ফোরক স্বস্তিকা


অরিন্দম ভট্টাচার্যের নির্দেশনায় তৈরি 'শিবপুর' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। প্রথমে কথা ছিল ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের অক্টোবর বা নভেম্বর মাসে। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। অবশেষে গত ৩০ জুন প্রেক্ষাগৃহে আসে 'শিবপুর'। 


ছবি মুক্তির পর ৬ জুলাই, গতকাল, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। বলা চলে খোলা চিঠি। শুরুতেই লেখেন, 'টু হুম ইট মে কনসার্ন...।' তারপরে বাংলা ও ইংরেজি মিলিয়ে একেবারে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তিনি লেখেন, 'কীভাবে পরিচালক ও প্রযোজকের ইগোর লড়াইয়ে একটা ছবির চোদ্দটা বাজতে পারে 'শিবপুর' তার জ্বলন্ত উদাহরণ। পরিচালক বাদ পড়লেন, প্রযোজক অজন্তা সিনহা রায় কোথা থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেলেন জানি না। একদিন শ্যুটিংয়ে এসেছিলেন কেক কাটতে, ছবির শেষ দিনে, তাছাড়া দেখিনি ওঁকে। তিনিও একটা গাল ভরা টাইটেল পেয়ে গেলেন। টাকা লাগিয়েছেন যখন, যা ইচ্ছা করাই যায়।' নাম করে সরাসরিই অভিনেত্রীর নিশানায় ছবির প্রযোজক। 


 



তবে এখানেই শেষ নয়। স্বস্তিকার কথায়, ছবির এডিটিংয়েও নিশ্চয়ই হস্তক্ষেপ করা হয়েছে, যার ফলে পরিচালক যা দেখাতে চেয়েছিলেন ছবির মাধ্যমে তার অনেকটাই ফুটে ওঠেনি। তিনি তাঁর পোস্টে লিখে চলেন, 'এডিটিংয়ে ওই শটগুলি রাখতে কে বলেছিল সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই বা আদৌ এডিটর পরিচালকের সঙ্গে এই ছবির ভাগ্য নির্ধারণের কোনও সুযোগ পেয়েছিল কি না জানা নেই। আদৌ কেউ এগুলো জানে কি না তাও জানি না। কিন্তু আমি যেটা নিশ্চিতভাবে জানি যে শত শত শট নেওয়া হয়েছিল শ্যুটিংয়ে এবং তার মধ্যে মাত্র কয়েকটাই সিনেমার পর্দা পর্যন্ত পৌঁছতে পেরেছে। এত শক্তিশালী চিত্রনাট্য, এত দুর্দান্ত পারফর্ম্যান্স, অসম্ভব ভাল ক্যামেরা কিন্তু ওই কোথা থেকে কী হয়ে গেল জানা গেল না।' এরপর তাঁর বক্তব্য, নতুন প্রযোজকরা আসবেন সেটাই স্বাভাবিক, কিন্তু তাঁরা এসে যদি পরিচালকের স্থান নিয়ে নেন এবং তার ফলে ছবিটা 'নষ্ট' হয়ে যায় সেটাই 'আশঙ্কাজনক'। সবশেষে অভিনেত্রীর উপসংহার, 'অহংকার দ্বন্দ্ব সবার ওপরে জয়ী হোক। এবং, এইরকম আশ্চর্যজনক সৃজনশীল বোঝাপড়া এবং ইনপুট দিয়ে সিনেমাটিকে নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।'


আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?


উল্লেখ্য, এই পোস্টের আগেই অভিনেত্রী পরিবার পরিজন নিয়ে সিনেমাহলে ছবিটি দেখতে যাওয়ার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী, সঙ্গীতশিল্পী নীলাঞ্জন ঘোষও। এরপরেই ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেন স্বস্তিকা। নিজের অভিনীত ছবি নিজেরই পছন্দ না হওয়ায়, প্রকাশ্যে সরব হওয়ার 'সাহস'কে বাহবা দিয়েছেন তাঁর অনুরাগীরা। কমেন্টবক্স ভরেছে সাধুবাদে। অনেকেই অভিনেত্রীর সঙ্গে একমতও হয়েছেন। দর্শকের একাংশ মনে করছেন যে সত্যিই ছবিটি 'ছন্নছাড়া'।