শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : একের পর এক ঘটনায় উত্তপ্ত কোচবিহারের দিনহাটা ( CoochBehar Dinhata )। পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) ঘোষণার পর থেকেই শাসক, বিরোধী উভয় দলের আক্রমণ, পাল্টা আক্রমণে খবরের ফোকাসে থেকেছে কোচবিহার। অশান্ত জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে গিয়েছিলেন রাজ্যপালও ( C V Ananda Bose ) । কিন্তু তবুও অশান্তি থামছে কই ? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। ফের কোচবিহারে চলল গুলি। ভাঙচুর হল পার্টি অফিস। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল। কখনও আক্রান্ত শাসকদলের কর্মী, কখনও আহত বিরোধী দলের সমর্থক।
পঞ্চায়েত ভোটের ১ দিন বাকি। তবুও হিংসা চলছেই। দফায় দফায় অশান্ত কোচবিহারের দিনহাটা। ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কংগ্রেস কর্মীকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী মুকুল রহমানের বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে একটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেইসময় প্রচুর লোক এসে হামলা চালায়। দুজনকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন :
উত্তপ্ত দিনহাটা , ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ
অন্যদিকে আবার, দিনহাটারই ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠল। এখানে আবার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, হামলা চালানোর সময় একজন দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে একটি তাজা বোমাও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।
আবার, সেই দিনহাটাতেই আক্রমণের শিকার হল বিজেপি। বিজেপি কর্মী-সহ ৩জনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলল পঞ্চায়েত ভোটের ঠিক একদিন আগে। বধ্যভূমি দিনহাটার কালমাটিতে দফায় দফায় বোমা-গুলি চলল। এই হামলার পিছনে আছে তৃণমূল, অভিযোগ বিজেপি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ বিজেপি কর্মী জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। গুলিবিদ্ধ হয়েছে ৩জন আর মাথা ফেটেছে ১ বিজেপি কর্মীর।
এখানেই শেষ নয়। কোচবিহারে একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী মিলন সূত্রধরের বাড়ির সামনে মিলল ২টি তাজা বোমা ! পুলিশ এসে বোমা ২টি উদ্ধার করে নিয়ে যায়। তৃণমূলের লোকজন ভয় দেখাতে বোমা রেখে গেছে বলে অভিযোগ বিজেপির। নিজেরা রেখে তৃণমূলকে বদনামের চেষ্টা বলে পাল্টা দাবি করেছে শাসকদল !
লেঠেল বাহিনীর দাপট, বোমাবাজি, সংঘর্ষ, খুনোখুনি, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই যেন বধ্যভূমি হয়ে উঠেছে কোচবিহার। এখন শনিবার পঞ্চায়েত ভোটের দিন কেমন পরিস্থিতি থাকবে দিনহাটায় ? নজর সেদিকেই।