কলকাতা: তীব্র দাবদাহে পুড়ে যাচ্ছে শহর, পুড়ে যাচ্ছে গোটা বাংলা। দু-সপ্তাহ ধরে বাংলার মানুষ জেরবার এই গরমে। দক্ষিণবঙ্গে গরমের বাড়বাড়ন্ত তো আছেই, বাদ নেই উত্তরবঙ্গের জেলাগুলিও। কলকাতা সহ আশেপাশে এলাকায় আর কয়েকদিনের মধ্যেই বৃষ্টির দেখা মিলবে, এই আশায় চাতকপাখির অপেক্ষা শহরবাসীর মনে। আর এই আবহে গাছ কাটা, বিশ্ব উষ্ণায়ন নিয়ে নিজের ফেসবুকের পাতায় একটি পোস্ট দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Trolled)। গরম নিয়ে ছেয়ে যাওয়া মিমের মাঝে স্বস্তিকার এই পোস্টে যেন আরও একবার নড়েচড়ে বসে নেটপাড়া। ধেয়ে আসে তুমুল ট্রোলের বন্যা। উষ্ণায়ন নিয়ে বার্তা দিয়ে কটাক্ষের শিকার হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।


কী লিখেছিলেন স্বস্তিকা


গতকাল বুধবার নিজের ফেসবুক প্রোফাইলের পাতায় একটি পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'আরো গাছ কাটো। আরো পুকুর বোজাও। কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ...।' বরাবরই নানা বিষয় নিয়ে সমাজমাধ্যমে নিজের স্পষ্ট মতামত জানান স্বস্তিকা (Swastika Mukherjee Trolled)। এবারেও তাঁর অন্যথা ঘটেনি। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে কণ্ঠ তোলেন স্বস্তিকা নিজের পোস্টে। কিন্তু তাঁর পরেই নেটিজেনদের ট্রোলের সম্মুখীন হন তিনি। তবে তাঁদের স্পষ্ট জবাব দিতেও ছাড়েননি অভিনেত্রী।



নেটিজেনদের ট্রোলিংয়ের বন্যা


স্বস্তিকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই কেউ কমেন্ট করেন, 'নিজে কয়টা গাছ লাগিয়েছেন ?' কেউ আবার মন্তব্য করে বসেন, 'দিদি নিজে তো এসি ঘরে বসে পোস্ট করছেন।' জনৈক নেটিজেন আবার লেখেন, 'আপনি কতগুলো ফ্ল্যাট কিনেছেন ? এসি ছাড়া তো থাকতে পারবেন না।'


কী জবাব দেন স্বস্তিকা


ট্রোলিংয়ের ভয়ে পিছপা হননি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Trolled)। নেটিজেনদের কমেন্টের উত্তর দিয়েছেন তিনি, বলা ভাল যোগ্য জবাব দিতে ভোলেননি অভিনেত্রী। ক'টা গাছ তিনি লাগিয়েছেন সেই কমেন্টের উত্তরে স্বস্তিকা লেখেন, 'হ্যাঁ, লাগিয়েছি। আমি আর বাবা দুজনেই। আমাদের বাড়ির গলিতে যে কটা গাছ আছে আমাদেরই লাগানো। আর আমি কোনও ফ্ল্যাটে থাকি না। কোনও ফ্ল্যাট কেনা নেই। বাবার বাড়িতে থাকি। আর মুম্বই গেলে ভাড়া বাড়িতে থাকি।' এসি ঘরে বসে পোস্ট দিচ্ছেন, এমন কমেন্টের উত্তর দেন স্বস্তিকা, 'ফুটপাথে তো বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। তবে আমি গত চারদিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টেবল এসি তো পাওয়া যায় না এখনও। থাকলে সঙ্গে নিয়ে ঘুরতাম।'


আরও পড়ুন: Angry Rantman Death: Angry Rantman-কে শ্রদ্ধা জানাবে চেলসি, রবিবারই বিশেষ আয়োজন প্রিমিয়ার লিগের ম্যাচে