Abhradeep Saha Youtuber: মাত্র ২৭ বছরেই মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয় কলকাতার বিখ্যাত ইউটিউবার অভ্রদীপ সাহা ওরফে Angry Rantman-এর। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির বিরাট বড় সমর্থক অভ্রদীপের খেলা বিষয়ক ভিডিয়ো কনটেন্টই তাঁর জনপ্রিয়তার মূল কারণ। অভ্রদীপের মত চেলসির আরেক সমর্থক টম ওভার্যান্ড এবার চেলসির মাঠে প্রিমিয়ার লিগের মাঝেই শ্রদ্ধা জানাবেন প্রয়াত ইউটিউবার অভ্রদীপ সাহা ওরফে Angry Rantman-কে। ২০ এপ্রিল এই বিষয়ে একটি সম্ভাবনার কথা এক্স হ্যান্ডলে জানালেও আজ বুধবার ১ মে ফের একটি পোস্ট দিয়ে এই শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানের বিষয়ে স্মরণ করান টম ওভার্যান্ড।
আগেই জানানো হয়েছিল শ্রদ্ধাজ্ঞাপনের বিষয়ে
এর আগে ইউটিউবার অভ্রদীপ সাহার মৃত্যুর পরেই এক্স হ্যান্ডলে চেলসির মাঠে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনের কথা জানান টম ওভার্যান্ড। তিনি সেই সময় পোস্টে লিখেছিলেন, স্ট্যামফোর্ড ব্রিজের মাঠে অভ্রদীপের জন্য একটি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং সে ব্যাপারে তাঁর পরিবারের সঙ্গেও কথা বলা হয়েছে। অনুরাগীদের মাধ্যমেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল চেলসি ক্লাব। চেলসিকে নিয়ে একটি ভিডিয়ো কনটেন্ট তুমুল ভাইরাল হওয়ার পরেই জনপ্রিয়তার শিখরে ওঠেন Angry Rantman। ভার্চুয়াল ফুটবল কমিউনিটিতে তিনিই ছিলেন অন্যতম রাজা।
আজ কী লেখেন টম ওভার্যান্ড
আজ ১ মে টম ওভার্যান্ড তাঁর এক্স হ্যান্ডলে আবার একটি পোস্ট দিয়ে লেখেন, 'ঘোষণা... রবিবার লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজের মাঠে প্রিমিয়ার লিগ চলাকালীনই অভ্রদীপ সাহার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। ম্যাচ প্রোগ্রামে তাঁকে রাখা হবে এবং ম্যাচের বিরতির সময় হবে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান।' এই পোস্টের শেষে এই অনুষ্ঠান বাস্তুবায়িত করার জন্য সকলকে আগাম ধন্যবাদ জানান টম। তারপরেই একটি ফলো আপ কমেন্টে টম ওভার্যান্ড লেখেন যে তিনি চেলসি ক্লাবের কাছে এই শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানের জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। তাঁরা অভ্রদীপকে শ্রদ্ধা জানাতে যথেষ্ট সাহায্য করেছে।
২০১৭ সাল থেকে সমাজমাধ্যমে কনটেন্ট তৈরি করতে শুরু করেন অভ্রদীপ সাহা। মৃত্যুর আগে তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার জন, এখন তা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার জন। ইউটিউবেও তাঁর সাড়ে ৪ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছেন। মূলত তাঁর কনটেন্টগুলি হয় খেলার ইভেন্টকে কেন্দ্র করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাগ করে কিছু কথা বলছেন তিনি। তাঁর এই বিশেষ কথা বলার ধরন জনপ্রিয় হয়ে যায় সমাজমাধ্যমে। আর সেই কারণেই হয়ত চ্যানেলের নাম বা সমাজমাধ্যমে পেজ-প্রোফাইলের নাম অভ্রদীপ রেখেছিলেন Angry Rantman।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Salman Khan House Firing: পুলিশি হেফাজতেই আত্মহত্যা ধৃতের, সলমনের বাড়িতে গুলিকাণ্ডে নয়া মোড়