নয়াদিল্লি: সপ্তাহের মধ্যেই সরগরম মায়ানগরীর একাধিক বলি তারকার বাড়িতে হঠাৎ হানা আয়কর দপ্তরের। অভিনেত্রী তাপসী পান্নু থেকে শুরু করে পরিচালক অনুরাগ কশ্যপ, মধু মন্টেনা ও বিকাশ বহেলের বাড়িতে হানা দিন আয়কর দফতর। সূত্রের খবর, মুম্বইয়ের আরও ২০ তারকার বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর।


আজ প্রযোজনা সংস্থা, জনসংযোগ সংস্থা ও ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’ দফতর মিলিয়ে মোট ২০টি জায়গায় হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, যা তথ্য হাতে আসে তার উপরে ভিত্তি করেই তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। পরে তা আদালতে ওঠে।



 সূত্রের খবর, অনুরাগ ও বিকাশদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এর আর্থিক লেনদেন ঘিরেই শুরু হয়েছে আয়কর দফতরের এই তল্লাশি। অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক মধু মন্টেনা ও বিকাশ বহেল মুম্বইয়ে এই প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। 'লুটেরা', বম্বে কুইন, উড়তা পঞ্জাবের মত হিট ছবি ছিল এই প্রযোজনা সংস্থার ঝুলিতে। কিন্তু ২০১৮ সালে বন্ধ হয়ে যায় এই  সংস্থা। 


সূত্রের খবর, এখনও পর্যন্ত ২২ জায়গায় মুম্বই-পুণের মোট ২২টি জায়গায় চলছে তল্লাশি।


‘কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেই তল্লাশি’ কটাক্ষ এনসিপির। সম্প্রতি সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন অনুরাগ ও তাপসী। সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট করেছেন তিনি। কৃষক আন্দোলন থেকে শুরু করে করোনা সময়কালে একাধিক পদক্ষেপে সরকারের কড়া সমালোচনা করেছিলেন তাপসী ও অনুরাগ। সেই জন্যই কী তাঁদের আয়কর দপ্তরের হানা। শুরু হয়েছে জল্পনা।