ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: গড়িয়াহাটের কাছে এক স্কুল ছাত্রীকে টেনে হিঁচড়ে, মারধর করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।


সোমবার রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী সোমবার তার মায়ের সঙ্গে টিউশন সেরে ফিরছিল।  ম্যান্ডেভিলা গার্ডেনস এবং সুইনহো লেনের মুখে রাস্তায় তাদের স্কুটার খারাপ হয়ে যায়।  


মা ও মেয়ে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছিলেন।  মায়ের ব্যাগ ছিল ছাত্রীরা কাঁধে।  অভিযোগ, সেই সময় তাঁদের সাহায্যের অছিলায় ২ বাইক আরোহী যুবক এগিয়ে আসে।  দু’এক পা গিয়েই ওই যুবকরা ছাত্রীর  ব্যাগ ছিনিয়ে নিয়ে বাইকে চম্পট দেওয়ার চেষ্টা করে।  বাধা দিতে গিয়ে আহত হয় ছাত্রী।  


অভিযোগ, ওই যুবকরা এতই বেপরোয়া ছিল যে ছাত্রীকে কিছুটা টেনে হিঁচড়েও নিয়ে যায় তারা।  ছাত্রীর মা চিত্‍কার করে ওঠেন।  এরপর বাইকে চম্পট দেয় অভিযুক্তরা। 


ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গতকাল রাতে গড়িয়াহাট থানার পুলিশ গ্রেফতার করেছে শেখ পরভিন আলি ও শেখ ইমরান আলি নামে অভিযুক্ত ২ যুবককে।  বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তদের বাইক।


পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা ব্যাগ ও জিনিসপত্র।