কলকাতা: পর্দায় আমার বিপরীতে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan).. এই স্বপ্ন দেখেন না বোধহয় এমন কোনও নায়িকাই নেই। সেই তালিকায় ছিলেন তাপসী পান্নু (Taapsee Pannu)-ও। আর তাই, 'ডাঙ্কি' (Dunki)-র অফার পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তিনি। ৪-৫টা খেলাধূলা নিয়ে ছবিতে অভিনয় করার পরে, অবেশেষে তিনি 'নায়িকা'। রোম্যান্স করবেন শাহরুখের সঙ্গে! কিন্তু প্রথম দিনই নাকি সেই আশাভঙ্গ হয়!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গল্পের ভিডিও শেয়ার করেছেন শাহরুখ.. আর সেখানে হাজির রয়েছেন তাপসী পান্নু ও রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। সঞ্চালক শাহরুখ স্বয়ং। সেখানেই তাপসী বলেছেন, 'ডাঙ্কি'-র অফার পেয়েও একটি বিষয়ে হতাশ হয়েছিলেন তিনি। অভিনেত্রী বলছেন, 'যখন আমার কাছে ডাঙ্কির অফার আসে, চরিত্রটা নিয়ে শুনি... মনে হয় অবশেষে নায়িকার চরিত্র পেলাম আমি। যেখানে শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করব। কিন্তু শ্যুটিং শুরুর আগে, প্রথমেই আমায় বলা হয়, কুস্তি শিখতে। কারণ ছবিতে কুস্তির দৃশ্য রয়েছে আর সেটাও খোদ শাহরুখ খানের সঙ্গে। তাঁকেই নাকি কুস্তি করে আছাড় দিয়ে ফেলতে হবে! আমি অবাক। এ কেমন রোম্যান্স!'
প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা। এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পাবে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই বাইশ তারিখের পর বক্সঅফিসে লংরানে যেতে রীতিমত লড়াই করতে হবে রণবীরের 'অ্যানিম্যাল'-কেও।
ইতিমধ্যেই 'পাঠান' ও 'জওয়ান' ছবির মতো 'ডাঙ্কি'রও ভোরবেলার শো টাইম মিলেছে। ভোর ৫টা ৫৫ মিনিটে প্রথম শো হবে 'ডাঙ্কি'র। একইসঙ্গে শাহরুখ খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব 'এসআরকে ইউনিভার্স' বিশ্বজুড়ে 'ডাঙ্কি'র ১ হাজারেরও বেশি স্ক্রিনে বিশেষ শোয়ের আয়োজন করেছে। এখনও পর্যন্ত যে কোনও হিন্দি ছবির ক্ষেত্রে এটি রেকর্ড।
আরও পড়ুন: Brijesh Tripathi Demise: ডেঙ্গি থেকে সুস্থ হয়েও হৃদরোগে আক্রান্ত, প্রয়াত অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে