কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এলেন তাপসী পান্নু। তবে এবার কারণটা একটু আলাদা। জানা যাচ্ছে, মঙ্গলবার গণেশ চতুর্থীতে ৩.৫ কোটি টাকার মার্সিডিজ মেব্য়াক এসইউভি কিনলেন 'রশ্মি রকেট' অভিনেত্রী। নতুন কেনা গাড়ির সঙ্গে সোশ্য়াল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। 


গোলাপি আউটফিটে নতুন কেনা গাড়ির পাশে দাঁড়িয়ে বেশ হাসিমুখেই ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য়, মার্সিডিজ মেব্য়াক এসইউভির বিশেষত্ব হল এতে লাউঞ্জ-স্টাইলের আসন, একটি প্যানোরামিক সানরুফ, একটি বার্মেস্টার সাউন্ড সিস্টেম, একটি ভার্চুয়াল সহকারী, বিনোদন একাধিক সুবিধে এবং এমনকি একটি ছোট রেফ্রিজারেটরও রয়েছে৷


প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি স্যানন, অজয় ​​দেবগন, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, শিল্পা শেঠির মত তারকাদের এসইউভি গাড়ি আছে। এবার এই তালিকায় যুক্ত হল তাপসী পান্নুর নাম।


আরও পড়ুন...


প্রকাশ্যে 'গণপথ: এ হিরো ইজ বর্ন'-র নতুন পোস্টার, নতুন ছবি 'মেড ইন ইন্ডিয়া'র ঘোষণা রাজামৌলির, আজকের সোশ্য়ালে সেরা


উল্লেখ্য়, রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' (Dunki) নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ঊর্দ্ধমুখী। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান (Shahrukh Khan) ও তাপসী পান্নু (Tapsee Pannu)। তাই এই ছবি নিয়ে উন্মাদনার পারদ ঊর্দ্ধমুখী।


এই ছবিতে কিং খানের বিপরীতে কাজের প্রসঙ্গে তাপসী পান্নু বলেন, 'এই সুযোগে আমি অত্যন্ত খুশি। কারণ, এই সুযোগ আমি শুধুমাত্র প্রতিভার জোরে পেয়েছি। কেউ কারও নাম বলে দেওয়ার জন্য আজ আর কেউ ফোন তোলে না। আমি এই ছবিতে কাজের সুযোগ পেয়েছি, কারণ, আমার কাজ কারও পছন্দ হয়েছে তাই।'        


এর পাশাপাশি তাপসী অভিনীত 'হাসিন দিলরুবা'র সিক্যুয়েল, 'ফির আয়ি হাসিন দিলরুবা' মুক্তি পেতে চলেছে এবছর শেষের দিকে। এই ছবিতে তাপসী পান্নুর বিপরীতে দেখা যাবে অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massy)-কে। পরিচালনা করছেন আনন্দ এল রাই (Aanand L Rai)-ই। 


কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পরিচালক লিখেছিলেন, 'ও আমাদের হাসিনা দিলরুবা.. আজ 'ফির আয়ি হাসিনা দিলরুবা'-র শ্যুটিং শুরু হল। তাপসী তোকে বলেছিলাম ৯টার সময় পোস্টার দেওয়ার জন্য। এখনও দিসনি কেন!' এই ট্যুইটটি রিট্যুইট করে মজার উত্তর দিয়েছিলেন তাপসী পান্নুও। এরপর আলাদা করে ছবির পোস্টার শেয়ার করে নিয়ে তাপসী লিখেছিলেন, 'একটা নতুন শহরে, আবার একবার, ঝড় তুলতে আসছে 'হাসিনা দিলরুবা'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial