কলকাতা:


দুরন্ত জয় মোহনবাগানের


এএফসি কাপের (AFC Cup 2023) গ্রুপ 'ডি'-র ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির (Mohun Bagan Super Giant vs Odisha FC)। ওড়িশার কলিঙ্গা স্টেডিয়ামে দুর্দান্ত জয় পেল সবুজ মেরুন। ৪-০ স্কোরলাইনে জয় পেলেন হুয়ান ফেরান্দোর ছেলেরা। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। বাকি দুইটি গোল করেন সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসো। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও, দ্বিতীয়ার্ধে ১০ জনের ওড়িশার বিরুদ্ধে ঝড় তুলে ম্যাচ জিতে নেন তাঁরা।


ভারতের হার


এশিয়ান গেমসে (Asian Games 2023) গ্রুপ 'এ'-তে নিজেদের প্রথম ম্যাচে চিনের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল (IND vs CHN)। সুনীল ছেত্রীরা ম্যাচের প্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে একেবারেই তেমন প্রভাব ফেলতে পারলেন না। ১-৫ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হতে হল ব্লু টাইগার্সদের। ম্যাচের ১৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও রাহুল কেপি প্রথমার্ধ শেষ হওয়ার আগে দলের হয়ে সমতা ফেরান। তবে শেষমেশ ৯০ মিনিটের লড়াইয়ের পর হতাশ হয়েই মাঠ ছাড়তে হল ভারতকে।


আলিপুর কোর্টে শামির হাজিরা


বধূ নির্যাতন মামলায় এই প্রথম আদালতে হাজিরা দিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। আজ আলিপুর পুলিশ কোর্টে (Alipore Police Court) হাজিরা দেনন শামি। আদালতে গিয়ে জামিনের আবেদনও করেন তিনি। 


২০১৮ সালে যাদবপুর থানায় স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) দায়ের করা এফআইআরের ভিত্তিতে গত মাসের ২১ তারিখ আলিপুর আদালত এক মাসের মধ্যে শামি ও তাঁর দাদা হাসিব আমেদকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেইমতোই এদিন আদালতে হাজির হন শামি। প্রাথমিকভাবে শামি, তাঁর দাদা বাদেও শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ - ভারতীয় দণ্ডবিধির মোট সাত ধারায় মামলা রুজু হয়। তবে পরবর্তীতে পুলিশ চার্জশিটে জানায় শামি ও তাঁর দাদা বাদে বাকিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তবে তারকা ক্রিকেটার ও তাঁর দাদার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।


শামির আদালতে হাজিরা নিয়ে অবশ্য প্রথমে খানিকটা ধন্দ তৈরি হয়েছিল। এদিন আদালতে হাসিন জাহানের আইনজীবির পক্ষে সওয়াল করা হয়, শুনানি চলাকালীন উপস্থিত থাকতে বলা হলেও, তবু, শামি কেন আসেননি। তখনই তাঁর জবাবে বিচারক বলেন, 'শামি আদালতে হাজিরা দিয়েছেন। ওঁ আমার হেফাজতে আছেন।' শামির জামিনের আবেদনের অর্ডার আপাতত রিজার্ভ রাখা হয়েছে। পরে সব কিছু খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


রজনীকান্তকে 'গোল্ডেন টিকিট'


৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বিসিসিআইয়ের তরফে ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth) বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' (Golden Ticket) দেওয়া হল। এই টিকিটের সুবাদে বিশ্বকাপের সময় রজনীকান্ত নিজের ইচ্ছায় কার্যত যেখানে খুশি যেতে পারেন।


বিসিসিআইয়ের তরফে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) 'থালাইভা'র হাতে এই বিশেষ টিকিটটি তুলে দেন। বিসিসিআইয়ের তরফে একটি ছবি শেয়ার করে লেখা হয়, 'শুধু সিনেমায় যার পরিসর সীমাবদ্ধ নয়। বিসিসিআই সচিব জয় শাহ শ্রী রজনীকান্তের হাতে গোল্ডেন টিকিট তুলে দেন। জাতি, ভাষার উর্ধ্বে শত কোটি মানুষের হৃদয়ে ছাপ ফেলেছেন এই কিংবদন্তি অভিনেতা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে থালাইভা আমাদের বিশেষ অতিথি হিসাবে বিশ্বকাপে উপস্থিত থাকবেন এবং নিজের উপস্থিতির মাধ্যমে ক্রিকেটের সবথেকে বড় মঞ্চের শোভা আরও বাড়িয়ে তুলবেন।' 


শাস্তির মুখে পূজারা


কাউন্টি চ্যাম্পিয়নশিপে (County Championship) নির্বাসনের (Suspend) মুখে পড়তে হল চেতেশ্বর পূজারাকে (Cheteswar Pujara)। ভারতীয় টেস্ট দলের তারকা এই ব্য়াটার কাউন্টিতে সাসেক্সের (Sussex) অধিনায়ক পূজারা। কিন্তু কেন আচমকা নির্বাসিত হতে হল পূজারাকে? অন্যের দোষের জন্য শাস্তি পেতে হল পূজারাকে (Cheteswar Pujara)। আসলে লেস্টারশায়ারের বিরুদ্ধে সাসেক্সের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর থেকে যে ম্যাচ হয়েছিল, সেখানে শৃঙ্খলাভঙ্গ করেন পূজারার দুই সতীর্থ, টম হেইনস ও জ্যাক কারসন। অধিনায়ক হিসেবে এই ২ সতীর্থের আচরণ নিয়ন্ত্রণ করতে না পারায় শাস্তির মুখে পড়তে হল পূজারাকে। নিয়ম অনুযায়ী, সাসেক্সের অধিনায়ক চেতেশ্বর পূজারাকেও এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে ইসিবি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'ওর মগজাস্ত্রটাই আসল', অশ্বিনের ম্য়াচ ফিটনেস নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন রোহিত