মুম্বই: কিছুদিন আগেই প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এবার এক সাক্ষাত্কারে তাপসী জানিয়েছেন, বয়ফ্রেন্ড সম্পর্কে তাঁর পরিবারের লোকজনের মনোভাবের কথা। তিনি বলেছেন, পরিবার মেনে না নিলে এই সম্পর্ক বেশিদূর এগোতো ন। তাঁর পরিবারের লোকজন তাঁর বয়ফ্রেন্ডকে পছন্দ করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে তাপসী ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেট করছেন। সাক্ষাত্কারে তাপসী তাঁর প্রেমের সম্পর্কের ব্যাপারে বলেছেন, আমার কিছু লুকোনোর নেই। জীবনে যে আমি কারুর, তা ভাবতেও গর্ব অনুভব করি। তবে খবরে আসার জন্য আমি এ ব্যাপারে কিছু বলব না। আমার কাজের সঙ্গে কোনওরকম আপোস করতে আমি একেবারেই চাই না। অভিনেত্রী হিসেবে ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়ুক, তাও একেবারেই চাই ননা। আমি কঠোর পরিশ্রমে আজ এই জায়গায় পৌঁছেছি।
তাপসী জাানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড সম্পর্কে বাড়ির লোকজন সবকিছুই জানেন।
তিনি বলেছেন, যার সঙ্গে রয়েছি, তাকে যে আমার পরিবার- আমার বোন, আমার বাবা-মা সবাই পছন্দ করে, তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
তাপসীর মা নির্মলজীত পান্নু বলেছেন, হ্যাঁ, আমার ওর ওপর আস্থা রয়েছে। নিজের জন্য ও যাকে পছন্দ করেছে, ওর ওই সিদ্ধান্তের পাশে রয়েছি আমরা।
দিদির এই প্রেমের সম্পর্কের ব্যাপারে নিজেকে কৃতিত্ব দিয়েছিলেন তাপসীর বোন শগুণ। ২০১৯-এ এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন যে, ও ভাগ্যবান। তাপসীর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ, আমার জন্যই ওদের দেখা হয়েছিল।
কিছুদিন আগেই তাপসীকে ‘থাপ্পড়’ সিনেমায় দেখা গিয়েছিল। তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নেয় সমালোচক ও অনুরাগী মহলে। এর আগে ভূমি পেডনেকরের সঙ্গে ‘ষাঁড় কি আঁখ’ সিনেমায় দেখা গিয়েছিল তাপসীকে। মিশন মঙ্গল-এ তাঁর ভূমিকাও বেশ প্রশংসিত হয়েছিল।
প্রেমের সম্পর্ক রয়েছে, স্বীকার তাপসী পান্নুর, জানালেন বয়ফ্রেন্ডকে নিয়ে পরিবার কী ভাবছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2020 12:51 PM (IST)
কিছুদিন আগেই প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এবার এক সাক্ষাত্কারে তাপসী জানিয়েছেন, বয়ফ্রেন্ড সম্পর্কে তাঁর পরিবারের লোকজনের মনোভাবের কথা। তিনি বলেছেন, পরিবার মেনে না নিলে এই সম্পর্ক বেশিদূর এগোতো ন। তাঁর পরিবারের লোকজন তাঁর বয়ফ্রেন্ডকে পছন্দ করেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -