মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অবশ্যই থাকবে তাপসী পান্নুর নাম। কেরিয়ারের শুরু থেকে একের পর এক ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করেছেন। এমন কিছু চরিত্রে তাঁকে দেখা গিয়েছে, তা একেবারেই অপ্রত্যাশিত। গত বছর বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে তাপসী পান্নুর (Taapsee Pannu)। কখনও তাঁকে দেখা গিয়েছে, 'অ্যানাবেল সেতুপতি' ছবিতে, তো কখনও তাঁকে দেখা গিয়েছে 'রশ্মি রকেট' ছবিতে। 'রশ্মি রকেট' ছবিতে তাপসী পান্নু একজন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন। যার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাঁকে। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'লুপ লপেটা'। যদিও সিনেমা হলে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। 'লুপ লপেটা' ছবিটি জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক। যেখানে তাঁকে দেখা যাবে মৃত্যুর হাত থেকে প্রেমিকের জীবন বাঁচাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবি তৈরির গল্প এবং কীভাবে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল, সে সম্পর্কে কথা বলেন।
এক সাক্ষাৎকারে তাপসী পান্নু বলেন, ''লুপ লপেটা' ছবিটা করার সময় মনে হচ্ছিল, যেন কলেজ জীবনে পরীক্ষামূলক কোনও ছবি করছি। ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের মধ্যে এত এনার্জি আর প্যাশন দেখা গিয়েছে যে, প্রত্যেকেরই মনে হয়েছে খুব বড় একটা কিছু হচ্ছে। তাই এক কথায় মজা করতে করতেই এই ছবি তৈরি হয়ে গিয়েছে। দর্শক যখন ছবিটা দেখবেন, তখন তাঁদের মধ্যেও এই পজেটিভ ভাইবস কাজ করবে।'
আরও পড়ুন - Salman on Bigg Boss: কোন শর্ত পূরণ করলে তবেই 'বিগ বস'-এ সঞ্চালনা করবেন সলমন খান?
কেরিয়ারের শুরু থেকে নানরকম চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। কখনও সিরিয়াস তো কখনও কমেডি। এক একটা ছবিতে এক এক ধরনের চরিত্রে অভিনয়। তাপসী বলেন, 'কেরিয়ারের শুরুতে আমি রাজি হওয়ার মতো কোনও ছবিই পাইনি। অনেকেই বলেন, কিছু ছবি বাণিজ্যিক হয়। আর কিছু ছবি অন্য ধরনের। কিন্তু আমার কাছে ছবি দু ধরনের হয়। একটা, যেটা বিনোদন দেয়। আর দ্বিতীয়টা, যেটা বিনোদন দেয় না। বিভিন্ন কারণের জন্য এই দু ধরনের ছবির পার্থক্য থাকে।'
তাপসী পান্নু আরও বলেন, 'কেরিয়ারের শুরু দিকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করত, কেন বাণিজ্যিক ছবিতে অভিনয় করো না? আমি তাঁদের সেই প্রশ্ন বুঝতে পারতাম না। বাণিজ্যিক ছবি কী? যার বক্স অফিস কালেকশন ভালো? নাকি যে ছবি দর্শককে তাঁর চেয়ারে বসিয়ে রাখে? সিনেমা হল থেকে বেরিয়ে এসে অন্য দর্শককে সেই ছবিটাই দেখার কথা বলুন।'