কলকাতা: তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগেই। আর ৩ এপ্রিল, অর্থাৎ গতকালই প্রকাশ্যে এসেছে তাঁর বিয়ের ভিডিও। বিবাহ-পরবর্তী জীবন কেমন উপভোগ করছেন তিনি? এই প্রথম, বিবাহ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু (Taapsee Pannu)। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াসের সঙ্গে কেমন আছেন তিনি?


সদ্য Elle-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে মন খুলে কথা বলেন তাপসী। তাঁর কথায়, 'আমার নিজের জীবন বর্তমানে খুব সুখী একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সময়কে মূল্য দিই। কোনও প্রোজেক্ট হাতে নেওয়ার আগে আমি বিচার করি সেই কাজটা সময় দেওয়ার আদৌ যোগ্য কি না?' শুধু তাই নয়.. তাপসী কোনও ছবি হাতে নেওয়ার আগে বিচার করেন, ছবিটার বর্তমান সময়ে মূল্য কতটা? ছবিটা আদৌ বর্তমান সময়ের জন্য প্রযোজ্য কি না? এতদিন ধরে নিজের যে কেরিয়ার তৈরি করেছেন তাপসী, সেটাকে আপাতত উপভোগ করতে চান তিনি।


প্রসঙ্গত, সদ্য প্রকাশ্যে আসা ভিডিওতে বিবাহবেশে দেখা যাচ্ছে তাপসীকে। কমলা আনারকলি ভারি কাজের সালোয়ার স্যুটে ঝলমল করছেন তিনি। আর মঞ্চে?  তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো। এই মানুষটির সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়েছেন তাপসী। সদ্য প্রকাশ্যে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে,  নাচতে নাচতে বিয়ের মঞ্চে উঠছেন তাপসী। এরপরে জড়িয়ে ধরছেন ম্যাথিয়াসকে। ভারতীয় বরের বেশ পরেছেন ম্যাথিয়াসও। তাপসী চিরকালই ছকভাঙা। অন্যান্য নায়িকারা যেমন বিয়ের জন্য বেশিরভাগ সময়েই বেছে নেন লেগঙ্গা, তাপসী বিয়ে করেছেন চুড়িদারে।


২০ মার্চ থেকে উদয়পুরেই শুরু হয়েছিল তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান আর ২৩ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। যদিও সোশ্যাল মিডিয়ায় একেবারেই বিয়ের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। বরং বিয়ে নিয়ে কথা উঠতে, বারে বারে তা একপ্রকার অস্বীকারই করে গিয়েছিলেন তাপসী। বিয়ের পরে সাক্ষাৎকার দিলেও তাপসী এড়িয়ে গেলেন বিয়ে সংক্রান্ত আলোচনা।


 






আরও পড়ুন: Rupali Ganguly Birthday: ভাইরাল 'অনুপমা' রূপালির অভিনব জন্মদিন উদযাপনের ভিডিও, ছিল কোন বিশেষ বার্তা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।