কলকাতা: তাঁর বিয়ে হয়েছিল সমস্তরকম গোপনীয়তার মোড়কে। তার একমাত্র কারণ, আনন্দ। নিজের বিয়েতে খুব ঘনিষ্ঠদের নিয়ে কেবল আনন্দ করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। ঠিক তেমনভাবেই, জয়পুরে সংবাদমাধ্যমের চোখের আড়ালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাপসী পান্নু। শুধু তাই নয়... তিনি প্রকাশ্যে আনেননি তাঁর বিয়ের খবরও। সমাজমাধ্যমে পোস্ট করেননি কোনও ছবিও। তবে এই প্রথম, নিজের বিয়ে, বিয়ের পোশাক নিয়ে মুখ খুললেন তাপসী। কী জানালেন তিনি? 


বিয়েতে অন্যান্য বলিউড তারকারা যেমন বেছে নিয়েছেন প্রথম সারির পোশাক ডিজ়াইনারদের তৈরি লেহঙ্গা, সেখানে তাপসী বেছে নিয়েছিলেন সালোয়ার-কামিজ়। তাও তাঁরই বন্ধুর তৈরি! তাপসী সদ্য একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি চেয়েছিলাম, বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় থাকুক। খুব ঘনিষ্ঠ বৃত্তে আমি আমার বিয়ে সেরেছি। সমাজমাধ্যমে কোনও ছবিও এখনও পর্যন্ত পোস্ট করিনি। তবে আমার কাছে বিয়েটা খুব ব্যক্তিগত ব্যাপার। বিয়ের সাজ নিয়ে আমার কোনও পরিকল্পনা ছিল না এটা ভুল। তবে কোনও নামজাদা পোশাক শিল্পীর কাছ থেকে পোশাক বানালে সেই খবর ছড়িয়ে যেতই। সেই কারণেই আমি কোনও প্রথম সারির পোশাক শিল্পীর কাছে যাইনি। এক বন্ধুর হাতেই তৈরি আমার বিয়ের সাজ। তবে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, তেমনটাই করে দিয়েছিল ও।'


যেখানে অন্যান্য, বলা ভাল প্রায় সমস্ত নায়িকারা বিয়ের দিনের জন্য বেছে নিয়েছেন ভারি কাজের লেহঙ্গা, সেখানে কেন সালোয়ার কামিজ় বেছে নিয়েছিলেন তাপসী? এই প্রসঙ্গে 'ডাঙ্কি' অভিনেত্রী বলেছেন, 'আমি নিজেকে লেহঙ্গা-চোলিতে বধূ হিসেবে কল্পনাই করতে পারছিলাম না। আসলে বিয়ে আমার কাছে খুব মজার একটা বিষয়। ঠিকই করে রেখেছিলাম, বিয়েতে নাচব। ভারি লেহঙ্গা-চোলি পরে তা সম্ভব ছিল না। তাই বিয়ের জন্য সালোয়ার কামিজই বেছেছিলাম। তবে যখন গোটা সাজটা সম্পূর্ণ হল... মনে হল আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।'


বিয়ের পরেও স্বামীর সঙ্গে সংবাদমাধ্যমের সামনে আসেননি তাপসী। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো-এর সঙ্গে বিয়ে সেরেছেন তাপসী। তবে বিয়ে নয়, তিনি এখনও নিজের কাজ নিয়ে কথা বলতেই আগ্রহী।


আরও পড়ুন: Feluda Exclusive: 'সোশ্যাল মিডিয়ার মন্তব্যে কান দিলে চলবে না, বুঝে গিয়েছি'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।