কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ও দেবলীনা দত্তকে (Deblina Dutta) নিয়ে নতুন ছবির আনছেন পরিচালক 'বাপ্পা'। ছবির নাম 'নেগেটিভ' (Negative)। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। অন্যান্য চরিত্রে রয়েছেন, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব ও খালেদ মেহমূদ তূর্জো। অন্যদিকে, বলিউডে যেন এখন বিয়ের মরসুম। সদ্য দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh)। এখনও সোশ্যাল মিডিয়া ঝলমলে তাঁর বিয়ের ছবি। আর ইতিমধ্যেই আরও এক বিয়ের খবর! ১০ বছর সম্পর্কে থাকার পরে নাকি অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)! ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্‌স কোচ মাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। আর এবার সেই সম্পর্ককেই যেন পরিণতি দিতে চলেছেন তাপসী। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদন দুনিয়ার সেরা খবরগুলি।


১ মার্চ থেকে শুরু শ্যুটিং, 'রাজনীতি'-র রহস্য সমাধানে ওড়িশা পাড়ি সৌরভের


এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনেকেই। সেই সিজনের শ্যুটিংই শুরু হচ্ছে আগামী মাসের শুরু থেকেই। আর সেই কাজেই, টিম 'রাজনীতি'-কে নিয়ে ওড়িশা পাড়ি দিচ্ছেন পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। 'হইচই' (Hoichoi) -এর দ্বিতীয় সিজনের ঘোষণা যখন হয়েছিল, তখন প্রকাশ্যে এসেছিল জনপ্রিয় ওয়েব সিরিজ 'রাজনীতি'-র দ্বিতীয় সিজনের খবর। নিজের সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'-র শ্যুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 'রাজনীতি'-র দ্বিতীয় সিজন নিয়ে কাজ শুরু করে দিয়েছিলেন সৌরভ। চিত্রনাট্য তৈরি থেকে শুরু করে রেকি করা... সমস্তই চলছিল জোরকদমে। সেই শ্যুটিংয়ের কারণেই আজ সৌরভ পাড়ি দিয়েছেন ওড়িশা। ১ মার্চ থেকে শুরু হবে সিরিজের শ্যুটিং। ওড়িশা ও হাওড়ার কিছু অংশে শ্যুটিং হবে এই সিরিজের। কলকাতাতেও বেশ কিছু শ্যুটিংয়ের অংশ রয়েছে। যেহেতু এটি একটি থ্রিলার, তাই ছবির গল্পের গতিবিধি নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক থেকে শুরু করে প্রযোজনা সংস্থা কেউই। তবে এবারে অন্যতম চমক থাকবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) চরিত্রকে ঘিরে। এর আগের সিরিজে দেখানো হয়েছিল, মঞ্চে বক্তৃতা দিতে দিতেই মারা যান কৌশিকের চরিত্র। কিন্তু এবারের সিরিজেও মুখ্যভূমিকায় থাকছেন তিনি। তা যে কোন ম্যাজিকে, সেটা জানা যাবে এই সিরিজে। 


'পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করবেন না', মৃত্যুর খবরের পরেরদিনই 'বেঁচে উঠে' বললেন আঁচল তিওয়ারি


তাঁর মৃত্যুর খবরে তোলপাড়, শোকপ্রকাশ। কিন্তু তার ঠিক একদিন পরেই সশরীরে সমাজমাধ্যমে হাজির অভিনেত্রী আঁচল তিওয়ারি (Anchal Tiwari)। মৃত তো নয় বটেই, তিনি বেঁচে আছেন। সুস্থ। তাহলে কি করে ২৭ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর? এ কি পুনম পাণ্ডের (Punam Pandya)-র মতো কোনও পরিকল্পিত সিদ্ধান্ত নাকি নেহাতই নাম-বিভ্রাট? সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গোটা ঘটনা স্পষ্ট করলেন 'পঞ্চায়েত ২' (Panchayat 2) অভিনেত্রী। আজ, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন আঁচল। সেখানে তিনি লেখেন, 'গতকাল থেকে একটাই খবর শুনছি, আমি নাকি দুর্ঘটনায় মারা গিয়েছি। 'পঞ্চায়েত ২' অভিনেত্রী দুর্ঘটনায় মৃত। আমি আপনাদের সবার কাছে একটা কথা স্পষ্ট করে দিতে চাই.. আমার কিচ্ছু হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ, বেঁচে আছি। কথা বলছি আপনাদের সঙ্গে। দুর্ঘটনায় যিনি মারা গিয়েছেন, তিনি একজন ভোজপুরী অভিনেত্রী। দুর্ভাগ্যবশত তাঁরও নাম আঁচল তিওয়ারিই। কিন্তু আমার ভোজপুরী ছবির সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি হিন্দি ছবির অভিনেত্রী। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় আমার পরিবার একটা মানসিক অশান্তি, অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছে। দয়া করে মিথ্যে খবর ছড়াবেন না আমার মৃত্যু নিয়ে। অনেকে কটাক্ষ করছেন, আমি নাকি পুনম পাণ্ডের মতো নিজের মৃত্যুর খবর নিজেই ছড়িয়েছি। বিষয়টা আদৌ তেমন না আর সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমার তরফ থেকে ভুয়ো খবর ছড়ানোর কোনও প্রচেষ্টাই ছিল না। এইসবের মধ্যে আমি নেই। দয়া করে ভুল খবর ছড়াবেন না।'


বড়পর্দায় রাহুল-দেবলীনার জুটি, বারবনিতার চরিত্রে চমক শ্রীলেখার


রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ও দেবলীনা দত্তকে (Deblina Dutta) নিয়ে নতুন ছবির আনছেন পরিচালক 'বাপ্পা'। ছবির নাম 'নেগেটিভ' (Negative)। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। অন্যান্য চরিত্রে রয়েছেন, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব ও খালেদ মেহমূদ তূর্জো। এই ছবিতে রাহুল অভিনয় করেছেন ফটোগ্রাফারের চরিত্রে। তবে নিজের বিচরণক্ষেত্রে মোটেই সুনাম নেই তাঁর। প্রায় সবাই মনে করেন, তিনি একেবারেই খারাপ ছবি তোলেন। কেউই ছবি তোলার কনট্র্যাক্ট দেয় না তাঁকে। জোটে শুধু মৃতের ছবি তোলার বায়না। সংসারে যথেষ্ট অর্থকষ্ট রয়েছে তাঁর। রাহুলের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবলীনা দত্তকে। অর্থকষ্ট থাকলেও, স্বামী-স্ত্রীর সুসম্পর্ক রয়েছে। রাহুলের চরিত্রের নাম বিশ্বকর্মা ও দেবলীনার চরিত্রের নাম মালা। এমনই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বিশ্বকর্মা এক অদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। জীবনের কোন পরিস্থিতিতে গিয়ে কঠিন এক সিদ্ধান্ত নিতে হয় এই ফটোগ্রাফারকে? সেই পরিস্থিতির গল্পই বলবে নতুন ছবি 'নেগেটিভ'। 


একসঙ্গেই আইবুড়োভাত, কাঞ্চন ও নিজের জন্য বিয়ের পোশাক ডিজাইন করছেন শ্রীময়ীই


সামনেই বিয়ে.. দিন গুনছেন তিনি। আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই। কটাক্ষ, ট্রোলিং.. খারাপ লাগলেও এসবে এখন মাথা ঘামাতে নারাজ এই অভিনেত্রী। একদিকে কাজ, অন্যদিকে নতুন জীবন শুরুর প্রস্তুতি.. আনন্দে ভাসছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। দীর্ঘদিনের প্রেম পরিণতি পেয়েছে। আইনত এক হয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিবাহ করবেন তাঁরা। এই দিনগুলোতে, কীভাবে নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন শ্রীময়ী? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্প শোনালেন হবু কনে শ্রীময়ী। আপাতত ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রীময়ী। সামনেই বিয়ে, ছুটি নিতে হবে। তাই ধারাবাহিকে ব্যাঙ্কিংয়ের চাপ রয়েছে। শ্রীময়ী বলছেন, 'আমার ধারাবাহিকের গোটা টিমই আমায় ভীষণ সহযোগীতা করেছে। একেবারে শেষ মুহূর্তে বিয়ের খবর দিয়েছিলাম। তারপরেও ছুটি পেয়েছি। তবে ব্যাঙ্কিয়ের চাপ তো রয়েছে। তাই শ্যুটিং চলছে জোরকদমে। অন্যদিকে, কাঞ্চনেরও শ্যুটিং চলছে একাধিক। সারাদিন ওও ব্যস্ত থাকছে। সারাদিন প্রায় কথাই হচ্ছে না।' বিয়ের পোশাক নিয়ে যেমন অন্যান্য মেয়েদের স্বপ্ন থাকে, তেমনই রয়েছে শ্রীময়ীয়েরও। অভিনেত্রী বলছেন, 'মুম্বই থেকে এক ডিজাইনার বন্ধু আসার কথা ছিল। ঠিক হয়েছিল, তিনিই পোশাক পরিকল্পনা করবেন আমার আর কাঞ্চনের। তারপরে হিসেব করে দেখলাম, মুম্বই থেকে পোশাক তৈরি হয়ে আসার আর সময় নেই। আসলে সমস্ত প্ল্যানটাই তো হয়েছে শেষ মুহূর্তে.. ফলে সব সখপূরণের সময় হচ্ছে কই। মুম্বইয়ের ডিজাইনারের পোশাকের পরিকল্পনা বাতিল করে তাই, আমি নিজেই এখন মাঠে নেমে পড়েছি। নিজেই ডিজাইন করছি কাঞ্চন আর আমার পোশাক।' কী কী বিশেষত্ব থাকছে সেই পোশাকে? শ্রীময়ী বলছেন, 'শাড়ি আমার ভীষণ পছন্দ। তাই অন্য অনেক পরিকল্পনা থাকলেও, শাড়ির মায়া আমি ছাড়তে পারব না। প্রাচ্য আর পাশ্চাত্য, দুয়ের ছোঁয়াই থাকবে পোশাকে। পরিকল্পনা করেছি, কাঞ্চন আর আমি পোশাকের রং মিলিয়েই পরব। তবে কাঞ্চন একেবারেই সাজতে ভালবাসে না। সামান্য রূপটানেও ওর আপত্তি। ও যেমনটা, তেমনটাই দেখাতে চায় সবাইকে। ফলে সব দায়িত্বই আমার। শেষ মুহূর্তে কাজ করছি, দেখি কতটা সামলাতে পারি।' সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, শ্যুটিং থেকে সময় বাঁচিয়ে কখনও রূপটানে মন দিয়েছেন শ্রীময়ী, কখনও আবার সময় কাটাচ্ছেন বন্ধুদের সঙ্গে। সেখানেও তাঁর সঙ্গী কাঞ্চন। গতকাল বন্ধুদের কাছে আইবুড়োভাত খেয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 


মার্চেই বিয়ের পিঁড়িতে তাপসী? খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন নায়িকা


বলিউডে যেন এখন বিয়ের মরসুম। সদ্য দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh)। এখনও সোশ্যাল মিডিয়া ঝলমলে তাঁর বিয়ের ছবি। আর ইতিমধ্যেই আরও এক বিয়ের খবর! ১০ বছর সম্পর্কে থাকার পরে নাকি অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)! ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্‌স কোচ মাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। আর এবার সেই সম্পর্ককেই যেন পরিণতি দিতে চলেছেন তাপসী। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই এখন শোনা যাচ্ছে তাপসীর বিয়ের খবরই। শোনা যাচ্ছে, বর যেহেতু খ্রীস্টান, তাই খ্রীস্টান রীতি মেনে তো বিয়ে হবে বটেই। পাশাপাশি, তাপসী পাঞ্জাবি। তাই পালন করা হবে সমস্ত পাঞ্জাবি রীতিনীতিও। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও, তাপসী খুব সূক্ষভাবেই নিজের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের জীবনকে আলাদা রেখে চলেন। বলিউড পার্টিতেও কখনও তাঁকে দেখা যায় না প্রেমিকের সঙ্গে। আর ঠিক তেমনই, তাপসী চান তাঁর বিয়েও হোক ঘরোয়াভাবেই। আরও শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং করবেন তাপসী। আমন্ত্রিত থাকবেন খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়রা। 'ডাঙ্কি' (Dunki) ছবিতে সদ্য শাহরুখ খানের (Shah Srukh Khan) নায়িকা হয়েছেন তাপসী। তাঁর একাধিক কাজ বেশ প্রশংসিত অনুরাগীদের মধ্যে। বলিউডে এখন অন্য ধারার ছবিতে পরিচালকদের অন্যতম পছন্দের নাম তাপসীই। তবে তাপসী নিজে হাঁটেন একটু অন্য পথে। ছবি পছন্দ থেকে শুরু করে তাঁর জীবনবোধ, ভাবনা সবই অন্যরকম। আর তাই, তাপসী যেমন বলিউডের বাইরে প্রেম করেছেন, তেমনই সযত্নে আড়ালেই রেখেছেন নিজের সম্পর্ককে। প্রকাশ্যে তা নিয়ে কথা বলেননি কখনোই। বিয়ের খবর ছড়িয়ে পড়ায় আজ মুখও খুলেছেন তাপসী। তবে বিয়ে নিয়ে জল্পনা জিইয়ে রেখে কোনও কথাই বলেননি তিনি। কেবল বলেছেন, 'আমি দীর্ঘদিন ধরে একজন মানুষের সঙ্গেই রয়েছি। আর তাকে ছেড়ে অন্য কারও সঙ্গে থাকার বিন্দুমাত্র কোনও ইচ্ছেই আমার নেই। তবে আমি এই সম্পর্কেই ভীষণ খুশি।' সত্যিই তাপসী মার্চে বিয়ে করছেন কি না.. সেই উত্তর দেবে সময়। 


আরও পড়ুন: Tollywood Exclusive: ৭৮টি লোকশনে ৪০ দিন ধরে শ্যুটিং, অপরাধীদের জবানবন্দি নিয়ে টানটান থ্রিলার শিবপ্রসাদ-নন্দিতার