মুম্বই: 'জাস্ট আ স্ল্যাপ! পর নেহি মার সকতা!' শান্ত গলায় তাপসীর এই ডায়লগেই বাজিমাৎ করেছে সদ্য সামনে আসা 'থাপ্পড়' -এর ট্রেলার। পরিচালক অনুভব সিনহা ছবির গল্পকে বুনেছেন একটা চড় কে কেন্দ্র করে। স্বামীর একটি চড়ের প্রতিবাদ করে বিচ্ছেদ চায় ছবির নায়িকা 'আম্মো'। একটি চড় ও যে ঘরোয়া হিংসা, তার প্রতিবাদ করা উচিত এই বার্তাই দিতে চেয়েছেন পরিচালক। সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রবৃত্তির কথা মাথায় রেখেই ছবির নামকরন- 'থাপ্পড়-বাস ইতনি সি বাত!' যার অর্থ- 'একটা চড়! ব্যাস এইটুকুই কারণ!' কিন্তু এই কারণের প্রতিবাদ করলে কী ভাবে ভেঙ্গে যেতে পারে একটি সম্পর্ক, কী কী পরিস্থিতিতে পড়তে হতে পারে মেয়েটিকে, পরিবারকে, সেই গল্পই বলা রয়েছে ছবির পরতে পরতে।
ছবির ট্রেলার সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। ২০১৯ সালে মুক্তি পাওয়া শাহিদ কপূর ও কিয়ারা আডবাণী অভিনীত 'কবীর সিং' ছবিতেও একটি চড় মারার দৃশ্য ছিল। নায়িকার বাড়িতে অপমানিত হয়ে ফিরে আসার পর রাগে নায়িকা প্রীতিকে চড় মারে নায়ক কবীর। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙগা সেই ছবিতে বলতে চেয়েছিলেন, 'একটু হিংসা' প্রেমেরই প্রতিফলন। নায়িকাকেও সেই দৃশ্যে কোনও প্রতিবাদ করতে দেখা যায় নি।
'থাপ্পড়'-এর ট্রেলার সামনে আসার পরেই অনেকে প্রশ্ন তুলেছেন, 'কবীর সিং'-এর মতো হিংসাত্বক প্রেমিকের ব্যবহারের উত্তর দিতেই কি মুক্তি পাচ্ছে তাপসীর ছবি 'থাপ্পড়'? কবীর সিং- এ নায়িকাকে মারা চড় যেখানে অকিঞ্চিৎকর হয়ে হারিয়ে গিয়েছে গল্পের মধ্যেই সেখানে তাপসীর ছবির কেন্দ্রবিন্দুই হল একটা চড়!
এই বিতর্কের উত্তরে মুখ খুলেছেন স্বয়ং ছবির নায়িকা। মুম্বইতে ছবির প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'কবীর সিং ও 'থাপ্পড়' সম্পূর্ণ দুটি স্বতন্ত্র ছবি। 'কবীর সিং' রোম্যান্টিক ছবি হলেও 'থাপ্পড়' মূলত ঘরোয়া হিংসার কথা বলেছে। 'থাপ্পড়' -এর 'আম্মো' আরও বলেন, 'কবীর সিং' -কে মাথায় রেখে 'থাপ্পড়' তৈরী করা হয়নি। আমার খুব খারাপ লাগে যখন কেউ বলে কোনও একটি ছবির উত্তরে অপর একটি ছবি তৈরী হয়েছে। সম্পর্কের বিভিন্ন দিককে তুলে ধরবে 'থাপ্পড়'। 'কবীর সিং' আর 'থাপ্পড়' দর্শন মেলে না বলেই যে একটির উত্তরে অপর ছবি তৈরী হয়েছে এমন নয়। বরং 'থাপ্পড়'-এর চিত্রনাট্য সাজানো হয় 'কবীর সিং' মুক্তির আগেই।'
তাপসীর সঙ্গে 'থাপ্পড়'-এ দেখা যাবে পাভেল গুলাটি, দিয়া মির্জা, রত্না পাঠক শাহ ও অন্যান্যদের। ২৮ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'থাপ্পড়'।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
'কবীর সিং'-এর উত্তরেই কি 'থাপ্পড়'? মুখ খুললেন তাপসী পান্নু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2020 02:16 PM (IST)
মুম্বইতে ছবির প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপসী বলেন, 'কবীর সিং ও 'থাপ্পড়' সম্পূর্ণ দুটি স্বতন্ত্র ছবি। 'থাপ্পড়'-এর চিত্রনাট্য সাজানো হয় 'কবীর সিং' মুক্তির আগেই।'
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -