মুম্বই: ঘটনা গত বছরের। গত বছর শোনা যায়, কোনও একটি অভিযোগে গ্রেফতার হয়েছেন 'তারক মেহতা কা উলটা চশমা' (Taarak Mehta Ka Ooltah Chashmah) অভিনেত্রী মুনমুন দত্ত (Munmun Dutta)। বিভিন্ন সূত্রে তাঁর গ্রেফতারির কথা জানা যায়। শোনা যায়, একটি ইউটিউব ভিডিওতে জাত-পাত নিয়ে কোনও মন্তব্য করেন। আর সেই কারণেই হরিয়ানার হনসি এলাকার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এমন খবর শোনা যাওয়ার পর থেকে এই বিষয়ে চুপ ছিলেন অভিনেত্রী মুনমুন দত্ত। অবশেষে তিনি মুখ খুললেন। আর সত্যিটা কী হয়েছিল, সে সম্পর্কে জানালেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনা প্রসঙ্গে 'তারক মেহতা কা উলটা চশমা' অভিনেত্রী মুনমুন দত্ত জানালেন যে, তাঁকে পুলিশ মোটেই গ্রেফতার করেনি। বরং কিছু সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য তিনি গিয়েছিলেন। পাশাপাশি তিনি আরও জানালেন যে, ওই ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদের আগেই অন্তর্বর্তী জামিন পেয়ে গিয়েছিলেন তিনি।


আরও পড়ুন - Oscars 2022: অস্কার মনোনয়নের তালিকায় কি জায়গা পেল 'জয় ভীম'?


সাক্ষাৎকারে অভিনেত্রী মুনমুন দত্ত বলেন, 'বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় যে আমি নাকি গ্রেফতার হয়েছি। আজ সেই বিষয়টা সম্পর্কে খোলাখুলি স্পষ্ট করে জানাতে চাই। পুলিশ অফিসারদের সঙ্গে ওটা খুবই স্বাভাবিক জিজ্ঞাসাবাদ ছিল। তাঁরা মোটেই আমাকে গ্রেফতার করেননি। আমি গ্রেফতার হইনি। বরং, জিজ্ঞাসাবাদের আগেই আমি অন্তর্বর্তী জামিন পেয়ে গিয়েছিলাম। মামলাটি সম্পর্কে হনসি পুলিশ কর্মীরা আমাকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নেন। তাঁরা খুবই নম্র ছিলেন। তাঁদের ব্যবহারও অত্যন্ত নম্র ছিল। আমি তাঁদের সঙ্গে যথাযথ সহযোগিতা করেছি। আর ভবিষ্যতেও করব।'


তিনি আরও বলেন, 'আমাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে যে খবর ছড়ানো হচ্ছিল, তা আমাকে খুবই দুঃখ দিয়েছে। যেভাবে হেডলাইন করা হয়েছে খবরে, তাতে আমি মর্মাহত। সংবাদমাধ্যমের আধিকারিকদের কাছে অনুরোধ জানাব, এভাবে ভুয়ো কোনও খবর প্রচার না করতে। যে ধরনের হেডলাইন ব্যবহার করা হয় তা অত্যন্ত বেদনাদায়ক।'