মুম্বই: আমির খানের (Aamir Khan) 'তারে জমিন পর' (Taare Zameen Par) ছবির ছোট্ট ইশান আজ বড় হয়ে গিয়েছে। ১৫ বছর আগে মুক্তি পাওয়া ওই ছবির সম্পর্কে আজও আলোচনা করে থাকেন দর্শকেরা। আমির খানের সঙ্গে 'তারে জমিন পর' ছবিতে কাজে পর হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেন দর্শিল সাফারি (Darsheel Safary)। তারপর তাঁকে বেশ কয়েকটি ধারাবাহিকে, মিউজিক ভিডিওতে এবং শর্ট ফিল্মে দেখা গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে দর্শিল সাফারি জানালেন যে, স্কুলে কীভাবে তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়। তাঁর উচ্চতা এবং তাঁর দাঁতের গড়নের কারণে তাঁকে স্কুলে নানারকম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। 


দাঁতের গড়ন এবং উচ্চতার জন্য স্কুলে কোন পরিস্থিতিতে পড়তে হয় দর্শিল সাফারিকে ?


সম্প্রতি এক সাক্ষাতকারে 'তারে জমিন পর' অভিনেতা দর্শিল সাফারি বলছেন, 'আমায় ব্যক্তিগত জীবনে নানা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। অভিনয় থেকে দূরে থাকার পরও সে সব পরিস্থিতির মুখে পড়তে হয়। আমার দাঁতের গড়ন, আমার উচ্চতা এবং আরও নানা কারণে স্কুলে আমাকে নিয়ে হাসাহাসি করা হত, টিটকিরি দেওয়া হত। আমার দাঁতগুলো যেন এক কিলোমিটার অন্তর অন্তর ছিল। আর সেই কারণেই আমাকে নিয়ে হাসাহাসি করা হত। এসব আমার সঙ্গে ঘটে। আর ওই দাঁতের জন্যই আমি 'তারে জমিন পর' ছবিতে অভিনয়ের সুযোগ পাই।'


আরও পড়ুন - Govinda Naam Mera: স্ত্রী ভূমি আর প্রেমিকা কিয়ারাকে নিয়ে 'গোবিন্দা' হয়ে আসছেন ভিকি


নিজেকে অত্যন্ত আবেগপ্রবণ বলে দর্শিল সাফারি জানাচ্ছেন যে, মাত্র ১০ বছর বয়স থেকেই তাঁকে নানা সমালোচনার মধ্যে পড়তে হত। সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে চলতে হত। তিনি বলেন, 'যখন কেউ অভিনেতা হয়ে যান, তখন তিনি গুঞ্জন থামিয়ে দিতে পারেন। কিন্তু একইসঙ্গে সমস্ত গুঞ্জন থামাতে পারেন না। কিন্তু কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা দরকার। যদি কেউ বলে দর্শিল অসল। তাহলে বলব এটা সত্যি। কিন্তু যদি কেউ বলে দর্শিল অভিনয় করতে পছন্দ করে না, তাহলে বলব এটা সত্যি কথা নয়।'


প্রসঙ্গত, 'তারে জমিন পর'-এর ইশান ওরফে দর্শিল সাফারি ((Darsheel Safary)) এখন পঁচিশ বছরের যুবক। 'তারে জমিন পর' ছবির বিপুল সাফল্যের পর বেশ কিছু ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। 'বম বম বোলে', 'মিডনাইট চিলড্রেন' এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন। 'ঝলক দিখলা যা'-তেও প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে। তবে, বেশ কিছু বছর একেবারেই রুপোলি পর্দার থেকে দূরে রয়েছেন দর্শিল।